ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

সবজান্তায় সাজু খাদেম

প্রকাশিত: ১৫:৫২, ২ ডিসেম্বর ২০২৩  
সবজান্তায় সাজু খাদেম

জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম নাটকে অভিনয়ের পাশাপাশি নিয়মিত উপস্থাপনা করছেন। এরই ধারাবাহিকতায় তিনি এবার ‘সবজান্তা’ নামের স্কুলভিত্তিক কুইজ শো’র উপস্থাপনা করছেন। এ প্রতিযোগিতায় সারাদেশ থেকে বাছাই করা ৬৪টি স্কুল অংশ নিচ্ছে। আগামীকাল ৩ ডিসেম্বর থেকে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ২টা ও রাত ৮টা ৩০ মিনিটে এটি অনুষ্ঠানটি প্রচার হবে।

এ প্রসঙ্গে সাজু খাদেম বলেন, ‘কুইজ শোর উপস্থাপনার যখন প্রস্তাব দেওয়া হয় তখন আমি একটু বিব্রত হয়েছি। এটি আমার সঙ্গে যাবে কিনা এই ভেবে। আমি যে ঢঙ্গে কুইজ বলি তা শিশুদের সঙ্গে যাবে কিনা। তখন অনুষ্ঠান আয়োজকরা বললেন, আমরা আপনার স্টাইল ফলো করব। কিন্তু তা শিশুদের উপযোগী কুইজ দিয়ে। কুইজ বলতে আমরা যে গুরুগম্ভীর অনুষ্ঠানের ফরম্যাট ভাবি সেই জায়গা থেকে তারা একটু পরিবর্তন আনতে চেয়েছেন। আমি দীর্ঘদিন উপস্থাপনার জন্য ভালো কিছু পাচ্ছিলাম না বলে অনিয়মিত, উপস্থাপনা করিনি। দুরন্ত টিভি কর্তৃপক্ষ আমাকে আশ্বস্ত করেছিল, তারা এর পেছনে যত গবেষণা ও সাপোর্ট দরকার সব আমাকে দেবে। সব মনোপূত হয়েছে বলে এটি উপস্থাপনা করতে রাজি হয়েছি। কাজটি করে আমিও খুবই তৃপ্ত। আশা করছি দর্শকের ভালো লাগবে এটি।’

সাজু আরও বলেন, ‘জানা বা জ্ঞানার্জন কোনো ভয়ের বিষয় নয়, বরং সেটি যে আনন্দের এ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে অনুষ্ঠানটিতে। কুইজে স্কুলের পড়ার বইয়ের প্রশ্ন আর সাধারণ জ্ঞানের পাশাপাশি উঠে এসেছে মজার ধাঁধা, শব্দজট এবং বুদ্ধিদীপ্ত বিভিন্ন প্রশ্ন।’

‘সবজান্তা’ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন পার্থপ্রতিম হালদার। এদিকে সাজু সম্প্রতি খাদেম অভিনীত ‘আজব ছেলে’ মুক্তি পেয়েছে। পাশাপাশি তিনি অভিনয় করছেন আরটিভির ধারাবাহিক ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’ নাটকে। এছাড়া ‘ফুলবাহার’ নামে নতুন একটি ডেইলি সোপের কাজ শুরু করছেন তিনি। শিগগিরই এর প্রচার শুরু হবে দীপ্ত টিভিতে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘শ্যামাকাব্য’।

ঢাকা/রাহাত


সর্বশেষ

পাঠকপ্রিয়