বিজয়ের ২ লাখ টাকার চশমা!
বিজয় দেবরকোন্ডার মুখে খোঁচা খোঁচা দাড়ি। চোখে কালো রঙের চশমা। পরনে হুডি। তাকে ঘিরে রেখেছে পাপারাজ্জিরা। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।
কয়েক দিন আগে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। মূলত, এয়ারপোর্টে এ লুকে ফ্রেমবন্দি হন বিজয়। শুরুতে আলোচনায় উঠে আসে বিজয়ের পরনের হুডি। এবার বিশেষভাবে নজর কেড়েছে তার চশমাটি। কারণ এ চশমার মূল্য জানলে অনেকের চোখ কপালে উঠে যাবে।
সিয়াসাত ডটকম জানিয়েছে, বিজয়ের চোখের চশমাটি প্রস্তুত করেছে ফ্রান্সের বিলাসবহুল ব্র্যান্ড গিভেন্সি। যার মূল্য, ১ লাখ ৫৮ হাজার ৪৯৮ রুপি। বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৮ হাজার টাকার বেশি।
বিজয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুশি’। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন সামান্থা। তবে বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি। তার পরবর্তী সিনেমা ‘ফ্যামেলি স্টার’। পরশুরাম পরিচালিত এ সিনেমায় ম্রুণাল ঠাকুরের সঙ্গে জুটি বেঁধেছেন বিজয়।
ঢাকা/শান্ত