রণবীরের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য নিয়ে মুখ খুললেন তৃপ্তি
পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা নির্মাণ করেছেন ‘অ্যানিমেল’ সিনেমা। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর কাপুর-রাশমিকা মান্দানা। গত ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে এটি।
এ সিনেমায় জোয়া চরিত্র রূপায়ন করেছেন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। সিনেমাটিতে রণবীর কাপুরের সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ক্লিপ নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। বস্ত্রহীন তৃপ্তির এ দৃশ্য নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন তৃপ্তি।
বিষয়টি নিয়ে ইন্ডিয়া টুডে-কে সাক্ষাৎকার দিয়েছেন তৃপ্তি দিমরি। এ অভিনেত্রী বলেন, ‘‘সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার সময়ই সন্দীপ আমাকে বলেছিল, ‘এরকম একটা দৃশ্য রয়েছে। আর দৃশ্যটি নান্দনিকভাবে উপস্থাপন করতে চাই। তবে বিষয়টি আমি আপনার উপরে ছেড়ে দিচ্ছি। আপনি যেভাবে কমফোর্ট অনুভব করেন আমাকে জানাবেন।’ আমি যখন রেফারেন্সগুলো দেখছিলাম, তখন মনে হলো এ দুটো চরিত্রের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ দৃশ্য। আর এ ভাবনাগুলো আমাকে কমফোর্ট করেছে।’’
‘সন্দীপ বলেছিল, সেটে আপনাকে সম্পূর্ণ সৎ থাকতে হবে। এসময় আপনাকে পাশে রেখে ওই চরিত্রটি নিজের মধ্যে ধারণ করতে হবে।’ বলেন তৃপ্তি।
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে তৃপ্তি বলেন, ‘তারা আমাকে নিশ্চিত করেছিল, দৃশ্যটির শুটিংয়ে পরিচালক, ডিওপি এবং অভিনেতাসহ ৫ জনের বেশি মানুষ থাকবে না। সেটে আর কাউকে থাকার অনুমতি দেওয়া হয়নি। কোনো মনিটর ছিল না। সন্দীপ এও বলেছিল, শুটিং চলাকালে যদি কোনো মুহূর্তে অস্বস্তি বোধ করেন, তবে সঙ্গে সঙ্গে জানাবেন। কারণ আমরা আপনার গতিতে চলব।’’
অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্যধারণের সময়ে খুব সহযোগিতা করেছেন রণবীর কাপুর। এ বিষয়ে তৃপ্তি বলেন, ‘‘পাঁচ মিনিট পর পর রণবীর প্রশ্ন করেছেন, ‘তুমি কি ঠিক আছো? তুমি কি অস্বস্তি বোধ করছো?’ আমি মনে করি, এ বিষয়গুলো গুরুত্বপূর্ণ; এসব ব্যাপারে মানুষ খুব সংবেদনশীল।’’
ঢাকা/শান্ত