ঢাকা     বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৩ ১৪৩১

বিএফডিসিতে বিজয় দিবস পালিত

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ১৬ ডিসেম্বর ২০২৩  
বিএফডিসিতে বিজয় দিবস পালিত

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে স্বাধীনতার সূর্যের আলোয় ঝলমলিয়ে উঠেছিল বাঙালি জাতি। অবসান হয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর সাড়ে তেইশ বছরের নির্বিচার শোষণ, বঞ্চনা আর নির্যাতনের কালো অধ্যায়। দীর্ঘ নয় মাসের যুদ্ধ শেষে এদিন জন্ম নেয় একটি নতুন দেশ- বাংলাদেশ। আজ যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে। 

এরই ধারাবাহিকতায় বিএফডিসি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও মুক্তিযুদ্ধে নিহত শহীদ পরিচালকদের নিয়ে নির্মিত ‘উত্তাপ’-এ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএফডিসি কর্তৃপক্ষ, পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), প্রযোজক ও পরিবেশক সমিতি, শিল্পী সমিতিসহ সকল সংগঠন। 

পরিচালক সমিতির কার্যালয়ের সামনে গেলেই দেখা যায়, সব সদস্য সেখানে শুভেচ্ছা জানাচ্ছেন অতিথিদের। লাল গোলাপ বিতরণ করে চলছে শুভেচ্ছা বিনিময়। চলচ্চিত্র পরিচালক সমিতির যুগ্ম মহাসচিব অপূর্ব রানা জানালেন, সকালে পায়রা উড়িয়ে বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি শুরু করেছেন তারা।

ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির আয়োজন করা হয়েছে। পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, এরকম আয়োজন খুব ভালো লাগছে। 

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) পক্ষ থেকে বিএফডিসিতে আলোকসজ্জা ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
 

রাহাত//


সর্বশেষ

পাঠকপ্রিয়