ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ফিল্ম কম্পানিয়ন: বছরের ‘কুলেস্ট হিরোইন’ বাঁধন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ২০ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৭:৩৩, ২০ ডিসেম্বর ২০২৩
ফিল্ম কম্পানিয়ন: বছরের ‘কুলেস্ট হিরোইন’ বাঁধন

চলচ্চিত্রবিষয়ক ভারতীয় গণমাধ্যম ফিল্ম কম্পানিয়ন বছরের পাঁচজন ‘কুলেস্ট হিরোইন’-এর তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় জায়গা পেয়েছে বাংলাদেশের গুণী অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

বুধবার (২০ ডিসেম্বর) গণমাধ্যমটি এ তালিকা প্রকাশ করে। বাঁধনের ভূয়সী প্রশংসা করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘খুফিয়া’ সিনেমায় টাবু ওপর থেকে দৃষ্টি ফেরানো কঠিন। সিনেমাটিতে হিনা রহমান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এ চরিত্রে বাঁধনের আকর্ষণীয় ও রহস্যময় পারফরম্যান্স থেকেও চোখ সরানো দায়।

আরো পড়ুন:

এ তালিকার প্রথমে রয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য এ তালিকার শীর্ষে রাখা হয়েছে তাকে। আর দ্বিতীয় নাম্বারে রয়েছেন বাঁধন। যথাক্রমে অন্য তিন নায়িকা হলেন— কঙ্কনা সেন শর্মা (মুম্বাই ডায়েরিজ), মনা সিং (কালা পানি), ডিম্পল কপাডিয়া (সাস-বহু অর ফ্ল্যামিঙ্গো)।

‘খুফিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। বিশাল ভরদ্বাজ নির্মিত এ সিনেমা গত ৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায়।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়