ঢাকা     রোববার   ১৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩১

মাথায় বন্দুক ঠেকিয়ে জনপ্রিয় গায়ককে অপহরণ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ৩০ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১২:০৯, ৩০ ডিসেম্বর ২০২৩
মাথায় বন্দুক ঠেকিয়ে জনপ্রিয় গায়ককে অপহরণ

ভারতের মণিপুর রাজ্যের জনপ্রিয় গীতিকার ও গায়ক আখহু চিনগংবামকে অপহরণ করা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুষ্কৃতিকারীরা এসে গায়কের স্ত্রী ও মায়ের মাথায় বন্দুক ঠেকিয়ে গায়ককে তুলে নিয়ে যায়।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আখহু চিনগংবাম ‘ইম্ফল টকিস’ রক ব্যান্ডের লিড ভোকালিস্ট। মণিপুরের লোকগীতিকে দেশজুড়ে ছড়িয়ে দিতে নতুন নতুন গান তৈরি করতেন তিনি। আর এমন খ্যাতি লাভ করা গায়কের অপহরণের খবরে আতঙ্ক বিরাজ করছে মণিপুরের সংগীতমহলে।

গায়ককে কেন অপহরণ করা হয়েছে, তার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে মণিপুর সংঘাতের কোনও সম্পর্ক রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

গত কয়েক মাস ধরে মেতেই-কুকি গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে মণিপুরে। গত ৩ মে থেকে শুরু হওয়া দুই জনজাতির সংঘর্ষে মারা গেছেন প্রায় ২০০ জন। ঘরছাড়া হয়েছেন প্রায় ৬০ হাজার মানুষ। 

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়