বাবা হতে চান দিনো মোরিয়া
বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে দীর্ঘসময় সম্পর্কে ছিলেন অভিনেতা দিনো মোরিয়া। সম্পর্ক ভেঙে যাওয়ার পর টিভি অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করে গত বছর এক সন্তানের মা হয়েছেন বিপাশা বসু।
এদিকে ৪৮ বছর বয়সে এসে এখনও সিঙ্গেল দিনো মোরিয়া। তবে এখন এ অভিনেতা চান বিয়ে করে তারপর বাবা হতে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ২০০০ সালের শুরুর দিকে বলিউডে পরপর হিট সিনেমা উপহার দিয়েছেন দিনো মোরিয়া। এরপর হঠাৎ করেই বলিউড থেকে হারিয়ে যান তিনি। তবে গত কয়েক বছরে ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে অভিনয়ে আবারও ফিরেছেন এই অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবা হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন তিনি।
নিজের ব্যক্তিগত জীবন প্রসঙ্গে দিনো মোরিয়া বলেন, ‘আমি বাবা হতে চাই। সন্তান নিতে চাই। কিন্তু সারোগেসির মাধ্যমে সিঙ্গেল ফাদারহুড নয়। আমি একজন সঙ্গী চাই। আর তাকে বিয়ে করে সন্তান চাই।’ অভিনেতা আরও যোগ করেন, তিনি নিশ্চিত যে তিনি খুব ভালো বাবা হতে পারবেন।
মিডিয়ার ছড়ানো নানা গুজব নিয়েও কথা বলেন তিনি। জানান, এগুলো সোজাসুজি প্রভাব ফেলে যে কোনও সম্পর্কে। ‘আপনি কারও সঙ্গে স্থায়ী সম্পর্কে আছেন। আরেকজনের সঙ্গে বের হলেন কোনও কাজে বা কিছুতে। একে নিয়ে আপনার সঙ্গে অনেক ধরনের খবর রয়েছে বাজারে। আপনাদের মধ্যে হয়তো কিছুই নেই, সেটা আপনার সঙ্গী জানেও যে এসবই ভুয়া। তাও কোথাও গিয়ে তার মনে একটু হলেও সন্দেহ তৈরি হয়েই যায়।’
অভিনেতা আরও জানান, মিডিয়ায় থাকার পর ধীরে ধীরে তিনি শিখেছিলেন, ব্যক্তিগত সম্পর্ককে গোপন রাখা। ‘এটা নিজের কাছে রাখুন। ব্যক্তিগত রাখুন। আমাকে কাজ নিয়ে যত খুশি প্রশ্ন করা হোক, আমি জবাব দেব। তবে আমার ব্যক্তিগত সময়টা শুধু আমারই থাক, একান্ত থাক। আর মানুষের এটাকে সম্মান করাও উচিত।’
১৯৯৬ সাল থেকে সম্পর্কে ছিলেন দিনো মোরিয়া ও বিপাশা বসু। ২০০২ সালে তারা আলাদা হয়ে যান। তবে বিচ্ছেদ ছাপ ফেলেনি তাদের সম্পর্কে। আসেনি কোনও তিক্ততা। এমনকি করণ সিং গ্রোভারের সঙ্গে বিপাশার বিয়েতেও গিয়েছিলেন তিনি। সাক্ষাৎকারে নিজের প্রাক্তনকেই ‘প্রিয় সহ-অভিনেত্রী’ বললেন দিনো।
কেন মাঝে দীর্ঘসময় দূরে রেখেছিলেন নিজেকে সিনেমা থেকে তার জবাব দিয়ে অভিনেতা বলেন, ‘২০১১ সালের পর ভালো সিনেমা পাচ্ছিলাম না যা আমাকে উন্নত করবে। একটার পর একটা ব্যর্থতা আমাকে ভাবিয়ে তুলেছিল। স্ক্রিপ্ট অপছন্দ হলে ‘না’ বলা শুরু করলাম। আসলে নিজের ওপর বিশ্বাস রাখাটা খুব দরকার।’
/ফিরোজ/