ঢাকা     সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৬ ১৪৩১

বরেণ্য বৃটিশ অভিনেতা টম উইলকিনসন মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ৩১ ডিসেম্বর ২০২৩  
বরেণ্য বৃটিশ অভিনেতা টম উইলকিনসন মারা গেছেন

বরেণ্য বৃটিশ অভিনেতা টম উইলকিনসন মারা গেছেন। শনিবার (৩০ ডিসেম্বর) যুক্তরাজ্যে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৫ বছর। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন তার প্রতিনিধি।

এ বিবৃতিতে জানানো হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে টম উইলকিনসনের পরিবার ঘোষণা করছে যে, গত ৩০ ডিসেম্বর আকস্মিকভাবে নিজের বাড়িতে মারা গেছে সে। এ সময় তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ মুহূর্তে তার পরিবার প্রাইভেসি রক্ষার অনুরোধ করছে।

তবে কী কারণে টম উইলকিনসন মারা গেছেন তা জানায়নি পরিবার।

আরো পড়ুন:

উইলকিনসনের পুরো নাম থমাস জেফরি উইলকিনসন। ১৯৪৮ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের লিডসে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৬ সালে ‘স্মুগা সিনিয়া’ সিনেমার মাধ্যমে তার অভিষেক হয়। সিনেমা ও টেলিভিশন মিলিয়ে ১৩০টির বেশি প্রজেক্টে কাজ করেছেন টম উইলকিনসন।

‘দ্য ফুল মন্টি’, ‘শেক্সপিয়র ইন লাভ’, ‘দ্য বেস্ট এক্সোটিক ম্যারিগোল্ড হোটেল’-এর মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন উইলকিনসন। বাফটা, গোল্ডেন গ্লোবসের মতো মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন, দুইবার মনোনয়ন পেয়েছিলেন অস্কারেও।

 

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়