ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৫ ১৪৩১

প্রায় ১০০ কোটি টাকায় বাংলো কিনলেন জন আব্রাহাম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ৩ জানুয়ারি ২০২৪  
প্রায় ১০০ কোটি টাকায় বাংলো কিনলেন জন আব্রাহাম

বিলাসবহুল বাংলো কিনলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। মুম্বাইয়ে অবস্থিত এ বাংলো কিনতে জনকে গুনতে হয়েছে মোটা অঙ্কের অর্থ।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, মুম্বাইয়ের খার এলাকায় অবস্থিত জন আব্রাহামের নতুন এই বাংলো। ১৩ হাজার ১৩৮ স্কয়ার ফুটের বাংলোটির মূল্য ৭০ কোটি ৮৩ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় ৯৩ কোটি টাকার বেশি।

এ বাংলোটি পারভীন নাতালাল শাহ ও তার পরিবারের কাছ থেকে কিনেছেন জন আব্রাহাম। তারা সবাই যুক্তরাষ্ট্র প্রবাসী। গত ২৭ ডিসেম্বর এ বাংলোর রেজিস্ট্রেশন করা হয়।

আরো পড়ুন:

জন আব্রাহাম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাঠান’। গত বছর মুক্তি পায় এটি। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। বর্তমানে চারটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত জন। দুটো তার প্রযোজিত, বাকি দুই সিনেমায় অভিনয় করছেন এই অভিনেতা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়