ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

ভোট দিতে গেলে একটা অন্যরকম ফিল হয় : জায়েদ খান

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০২, ৫ জানুয়ারি ২০২৪   আপডেট: ২১:০২, ৫ জানুয়ারি ২০২৪
ভোট দিতে গেলে একটা অন্যরকম ফিল হয় : জায়েদ খান

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি। নির্বাচনের প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের মধ্যেও উদ্দীপনা কম নয়। এই তালিকায় রয়েছেন দেশের শোবিজ তারকারাও। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন এমন প্রত্যাশা তাদের। অনেকেই মুখিয়ে আছেন পছন্দের প্রর্থীদের ভোট দেয়ার জন্য। তারকাদের পর্দায় দেখা গেলেও ভক্তদের অনেকের জানা নেই তারা কোথাকার ভোটার। 

রাইজিংবিডির বিশেষ আয়োজন ‘তারকারা কে কোথায় ভোট দেবেন?’ আজকের পর্বে থাকছেন চিত্রনায়ক জায়েদ খান। 

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বেশ আলোচিত জায়েদ খান। জাতীয় নির্বাচন ঘিরেও তার আগ্রহ রয়েছে। প্রতিবার জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চাইতে দেখা গিয়েছে এই নায়ককে। এবারও ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাইনুল হোসেন খান নিখিলের নৌকার প্রচারে তাকে দেখা গিয়েছে। যদিও তিনি এই আসনের ভোটার নন।  

জায়েদ খান পিরোজপুরের সন্তান। পিরোজপুর-১ আসনের ভোটার। প্রতিবছর ভোট দিতে এলাকায় যান বলে জানান তিনি। 

জায়েদ খান বলেন, ‘আমি পিরোজপুরের ভোটার। প্রতিবছর ভোট দিতে যাই। এবারো যাচ্ছি। ভোট দেয়ার মধ্যে আনন্দ আছে। ভোট দিতে গেলে নিজের মধ্যে একটা অন্যরকম ফিল হয়। ভাষায় প্রকাশ করা যায় না। ভালো লাগে।’  

জায়েদ খান বর্তমানে দেশে-বিদেশে বিভিন্ন শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি চলছে সিনেমার শুটিং।  

রাহাত//

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়