এক ঘণ্টার কনসার্টের জন্য কত টাকা নেন এ আর রহমান?
অস্কারজয়ী ভারতীয় সংগীত তারকা এ আর রহমান। একাধারে তিনি সুরকার, সংগীত পরিচালক, গায়ক, গীতিকার। ভারতের চলচ্চিত্র জগতে তারকাদের তারকা। অস্কার জেতার পর ভারত, বাংলাদেশসহ বিশ্ববাসীর হৃদয়ে সুরের মাধ্যমে নিজের আসন পোক্ত করেন এ আর রহমান।
দীর্ঘ সংগীত ক্যারিয়ারে সংগীতপ্রেমীদের অগণিত ভালোবাসা কুড়িয়েছেন এ আর রহমান। পাশাপাশি কয়েক হাজার কোটি রুপি সম্পদের মালিক হয়েছেন তিনি। কিন্তু কোনো লাইভ কনসার্ট বা ইভেন্টের জন্য কত টাকা পারিশ্রমিক নেন এই তারকা?
সিয়াসাত ডটকম জানিয়েছে, এক ঘণ্টার লাইভ কনসার্টের জন্য এ আর রহমান ১-২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩১ লাখ থেকে ২ কোটি ৬২ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়ে থাকেন।
১৯৯২ সালে তামিল পরিচালক মণিরত্নম কফির বিজ্ঞাপন নির্মাণ করেন। এর জিঙ্গলসে সুর দিয়ে মাত করেন ২৫ বছর বয়সী এ আর রহমান। এরপর ‘রোজা’ সিনেমার সংগীত পরিচালনার সুযোগ পান তিনি। তামিল ভাষায় তৈরি এ সিনেমা হিন্দিতে ডাব করা হয়েছিল। দুই ভাষাতেই সিনেমাটির সব কটি গান দারুণ হিট হয়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।
ঢাকা/শান্ত