ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

মেদ ঝরাতে শ্রাবন্তীর রাত-দিন চেষ্টা, নেটিজেনদের উপহাস

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ১০ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৬:৩৮, ১০ জানুয়ারি ২০২৪
মেদ ঝরাতে শ্রাবন্তীর রাত-দিন চেষ্টা, নেটিজেনদের উপহাস

শ্রাবন্তীর পরনের জিমের পোশাক। পিঠে ঝুলানো আয়রন প্লেট। হাতে ডাম্বেল। এসব ভারী ইকুয়েপমেন্ট নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছেন আবার নিচে নেমে আসছেন তিনি। আরেকটি ভিডিওতে শ্রাবন্তীকে ভারী আয়রন প্লেট নিয়ে কসরত করতে দেখা যায়।

ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রাবন্তীর জিম ট্রেইনার অরিজিৎ ঘোষাল তার ইনস্টাগ্রামে বেশ কটি ভিডিও পোস্ট করেছেন। তাতে এমন দৃশ্য দেখা যায়। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘রাত-দিন প্রশিক্ষণ চলছে।’

মেদ কমাতে ঘাম ঝরাচ্ছেন শ্রাবন্তী। আর তা দেখে অনেকে প্রশংসা করছেন। অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি লিখেছেন, ‘দারুণ।’ আরেকজন লিখেছেন, ‘চমৎকার।’ তবে নেটিজেনদের বড় একটি অংশ শ্রাবন্তীকে নিয়ে উপহাস করছেন। উজ্জ্বল রাজ লিখেছেন, ‘দিন দিন বুড়ি হয়ে যাচ্ছে।’ সাবরিনা লিখেছেন, ‘খাওয়া ছাড়বে না আবার জিম করবে।’ সাঞ্জু হালদার লিখেছেন, ‘জনমের গিলা গিলছে, এবার ফল ভোগ করছে।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

আরো পড়ুন:

উপহাস করলেও এসবে পাত্তা দেন না শ্রাবন্তী। বরং নিজের লক্ষ্য অর্জনের জন্য ব্যস্ত তিনি। কিন্তু কি কারণে রাত-দিন ঘাম ঝরিয়ে নিজেকে ফিট করছেন শ্রাবন্তী?

আজতাক ডটকম জানিয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরানী’। এটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। সিনেমাটিতে অভিনয় করার জন্য মেদ কমিয়ে নিজেকে তৈরি করছেন শ্রাবন্তী। গত কয়েক মাস ধরে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে মুক্তি পাবে এটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়