ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

জুটি বেঁধে পর্দায় আসছেন যশ-কারিনা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ১১ জানুয়ারি ২০২৪  
জুটি বেঁধে পর্দায় আসছেন যশ-কারিনা?

মালায়ালাম ও বলিউড সিনেমার অভিনেত্রী-নির্মাতা জীতু মোহনদাস। ‘কেজিএফ’ তারকা যশকে নিয়ে তিনি নির্মাণ করছেন ‘টক্সিক’ শিরোনামে সিনেমা। বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, সিনেমাটিতে যশের বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।

যশ-কারিনার একসঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার বিষয়ে নানা কথা উড়লেও তাদের দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। অবশেষে এ বিষয়ে কারিনার টিম একটি বিবৃতি প্রকাশ করেছে।  

এ বিবৃতিতে কারিনা কাপুরের টিম বলেছেন, ‘কারিনা কাপুর খানের পরবর্তী সিনেমা অনেক গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে। যদিও এই উচ্ছ্বাস ও প্রত্যাশার বিষয়টি আমরা বুঝতে পারছি। কারিনা কাপুরের পরবর্তী প্রজেক্ট তারকাবহুল। তাই মিডিয়াকে সংযত থাকার অনুরোধ করছি। খুবই উত্তেজনাপূর্ণ খবর শিগগির সামনে আসবে। আমরা অনুরোধ করছি, আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করুন।’

আরো পড়ুন:

কারিনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য বাকিংহাম মার্ডারস’। হংসল মেহতা পরিচালিত এ সিনেমা গত ১৪ অক্টোবর মুক্তি পায়। বর্তমানে কারিনার হাতে দুটো সিনেমার কাজ রয়েছে। তা হলো— ‘দ্য ক্রু’ ও ‘সিংহাম এগেন’।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়