ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

মৌসুমী হামিদের বিয়েতে সজলের ২ টাকার কয়েন উপহার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ১২ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৬:৪৪, ১২ জানুয়ারি ২০২৪
মৌসুমী হামিদের বিয়েতে সজলের ২ টাকার কয়েন উপহার

লাক্স তারকা অভিনেত্রী মৌসুমী হামিদ। নানা জল্পনা-কল্পনার পর বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। শুক্রবার (১২ জানুয়ারি) ভালোবাসার মানুষের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ঘর বাঁধবেন তিনি। তার আগে অনুষ্ঠিত হয়েছে গায়েহলুদ। এ অনুষ্ঠানে হাজির হয়ে মৌসুমী হামিদকে দুই টাকার কয়েক উপহার দিয়েছেন আরেক জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল।

মৌসুমী হামিদকে দুই টাকার কয়েন উপহার দেওয়ার একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন আব্দুন নূর সজল। তারপর থেকে বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে নেট দুনিয়ায়। কিন্তু মাত্র দুই টাকার কয়েন কেন উপহার দিলেন সজল?

কারণ ব্যাখ্যা করে সজল বলেন, ‘আমার এই দুই টাকার কয়েনে আছে— আশীর্বাদ, ভালোবাসা, মায়া-মহব্বত। মৌসুমী (মৌসুমী হামিদ) জানে যে, ও আমার বেশি প্রিয় একজন মানুষ। যে কিনা লম্বায় আমার চেয়ে অনেক বেশি। তারপরও এটা নিয়ে আমাদের মাঝে কখনো জটিলতা হয়নি। বরং গর্বের সঙ্গে আমরা দুজন দুজনার পাশে দাঁড়াই। আর সেই লম্বা মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে, এজন্য আশীর্বাদ স্বরূপ দিয়েছি এই দুই টাকার কয়েন।’

আরো পড়ুন:

মৌসুমী হামিদের হবু বরের নাম আবু সাঈদ রানা। বুধবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত হয় তাদের গায়েহলুদ। সেখানে উপস্থিত হয়ে মৌসুমী হামিদকে আশীর্বাদ করেন সজল।

ভালোবেসে ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন মৌসুমী হামিদ। তার ভাষায়, ‘রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের সঙ্গে কথা বলি। সবার সম্মতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছি।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়