ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

পলকের সঙ্গে ফের রাতের পার্টিতে সাইফ আলী খানের পুত্র

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ১৫ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৩:২৭, ১৫ জানুয়ারি ২০২৪
পলকের সঙ্গে ফের রাতের পার্টিতে সাইফ আলী খানের পুত্র

বলিউড অভিনেতা সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খান। এখনো বলিউডে অভিষেক ঘটেনি তার। তারকা সন্তান হওয়ায় বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি। বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, বলিউড অভিনেত্রী পলক তিওয়ারির সঙ্গে প্রেম করছেন ইব্রাহিম!

ইব্রাহিমে আলীর সঙ্গে সম্পর্ক নিয়ে নানা ডালপালা মেললেও তা অস্বীকার করেন পলক। ফের একসঙ্গে দেখা গেলো এই প্রেমিক জুটিকে। এরপর থেকে আবারো চর্চায় পরিণত হয়েছেন ইব্রাহিম-পলক।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, নতুন বছর উদযাপন উপলক্ষে গতকাল রাতে মুম্বাইয়ের বান্দ্রায় একটি পার্টির আয়োজন করা হয়। সেখানে বন্ধুদের সঙ্গে দেখা যায় ইব্রাহিম আলী ও পলক তিওয়ারিকে। পার্টি শেষে আলাদা আলাদা গাড়িতে অনুষ্ঠাস্থল ত্যাগ করেন তারা। 

আরো পড়ুন:

এর আগে নেট দুনিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়ে। ওই সময়ে পলক তিওয়ারি বলেছিলেন, ‘এটি শুধুই বন্ধুত্ব। এগুলো সবই অনুমান করে বলা তাই এটি নিয়ে মাথা ঘামাই না। আমরা একসঙ্গে ঘুরতে বের হয়েছিলাম এবং তখন ছবি তোলা হয়েছে। এতটুকুই। আর আমাদের সঙ্গে অনেকেই ছিল। শুধু আমরা ছিলাম তা নয়, কিন্তু ছবিটি সেভাবে তোলা হয়েছে। এই ধরনের খবর মানুষ পছন্দ করে। এ পর্যন্তই।’

ইব্রাহিমের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেছিলেন, ‘আমরা খুব ভালো বন্ধু। সে খুব চমৎকার মানুষ। এতটুকুই। আমরা মাঝে মাঝে কথা বলি এ পর্যন্তই।’

তবে পলকের বাবা রাজা চৌধুরী এ সম্পর্ককে যেন সীলমোহর দিয়েছেন! গত বছরের শেষে টেলিচক্কর-কে দেওয়া সাক্ষাৎকারে রাজা চৌধুরী বলেন— ‘এই সময়ের ছেলে-মেয়েরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে সক্ষম। তাদের যা ভালো লাগে, তাতেই আমি খুশি। সে (পলক) খুশি থাকলে আমিও খুশি; সে খারাপ থাকলে আমিও ভালো থাকি না।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়