ঢাকা     বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১০ ১৪৩১

মমতাজের আবেগঘন স্ট্যাটাস, সহকর্মীদের সহমর্মিতা

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৫, ১৬ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৯:০৩, ১৬ জানুয়ারি ২০২৪
মমতাজের আবেগঘন স্ট্যাটাস, সহকর্মীদের সহমর্মিতা

লোকসংগীত সম্রাজ্ঞী মমতাজ মানিকগঞ্জ-২ আসনের টানা দুইবার জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। এরপর গত ১৫ জানুয়ারি রাত পৌনে ১০টার দিকে আবেগঘন একটি স্ট্যাটাস দেন মমতাজ। তার স্ট্যাটাসে সহমর্মীতা দেখিয়েছেন সংগীতশিল্পী ও অভিনয় শিল্পীরা। 

মমতাজ তার স্ট্যাটাসে লিখেছেন : ‘নিজের খ্যাতিটাও মাঝে মাঝে গলার কাঁটা মনে হয়। সুনাম নষ্ট হবে এই ভয়ে মুখ বুজে কত যে অত্যাচার সহ্য করতে হয় তা আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। যা কিছু অর্জন করেছি তা আমার অনেক কষ্টের অর্জন। মা বাবা পীর মুর্শিদের দোয়াও আছে। আমার এই অর্জনের পিছনে নির্দিষ্ট কোনও ব্যক্তির হাত না থাকলেও আজ সেটাকে ধ্বংস করতে কতিপয় কিছু ব্যক্তি উঠেপড়ে লেগেছে।’

স্ট্যাটাসে তাকে টেনেহিঁচড়ে নিচে নামিয়ে আনা হচ্ছে বলেও অভিযোগ করেছেন মমতাজ।  তিনি এ কথা উল্লেখ করে আরো লিখেছেন : ‘কষ্টটা হলো আমি যা না, আমি যা করিনি সেই অপবাদ আমাকে দিচ্ছে শুধুমাত্র কিছু অর্থ স্বার্থের বিনিময়ে। আমি জানি সত্যটা ঠিকই একদিন এ দেশের মানুষ জানবে শুধু সময়ের অপেক্ষামাত্র।’

মমতাজের স্ট্যাটাসে মন্তব্যের ঘরে অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘এটাই জীবন’, সংগীতশিল্পী শাহনাজ বাবু লিখেছেন, ‘আল্লাহ আপনার সহায় হোক আপা’, অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘ধর্য্য আপা’, অভিনেত্রী দিপা খন্দকার লিখেছেন, ‘সত্যের জয় হবেই’, সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ লিখেছেন, ‘আল্লাহ ভরসা’। 

এ ছাড়াও শোবিজের অনেকেই মন্তব্য করে শিল্পী মমতাজের পাশে দাঁড়িয়েছেন।

রাহাত//


সর্বশেষ

পাঠকপ্রিয়