ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

সহ-সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চাইলেন সাইমন 

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ২০ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৮:০২, ২০ জানুয়ারি ২০২৪
সহ-সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চাইলেন সাইমন 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক পদের দায়িত্ব পালন করছেন সাইমন সাদিক। কিন্তু সমিতির নেওয়া কিছু সিদ্ধান্ত এবং নীতির সঙ্গে একমত হতে না পেরে পদ থেকে অব্যাহতি চেয়েছেন এই নায়ক। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির বরাবর একটি চিঠি লিখেছেন।

চিঠিতে সাইমন লিখেছেন: ‘বিগত দিনগুলোতে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ নিবেদিত ছিলাম। কিন্তু সম্প্রতি সমিতির নেওয়া কিছু সিদ্ধান্ত ও নীতির সঙ্গে আমি একমত হতে পারছি না। বিশেষ করে সাফটা চুক্তিতে বিদেশি ভাষার সিনেমা আমদানি করে দেশীয় চলচ্চিত্র শিল্পকে হুমকিতে ফেলে বিদেশি সিনেমা মুক্তির প্রেক্ষিতে উদ্ভুত বিতর্কিত পরিস্থিতিতে সমিতির কার্যকরী পরিষদের নিষ্ক্রিয়তা আমার কাছে সমর্থনযোগ্য নয়।’

নিজের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করে সাইমন আরো লিখেছেন : ‘‘আমার অভিনীত ‘শেষ বাজি’  চলচ্চিত্রটি ১৯ জানুয়ারি মুক্তি পেয়েছে। একই দিনে নিয়মনীতি না মেনে বিদেশি আরেকটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে এবং আমাদের অধিকাংশ সিনেমা হলে প্রদর্শিত হয়েছে। এ কারণে আমাদের চলচ্চিত্র শিল্প এবং আমার ক্যারিয়ার যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু অত্যন্ত হতাশার বিষয় এ সম্পর্কেও আমাদের সমিতি নীরব রয়েছে। এসব বিষয় নিয়ে মতপার্থক্য থাকায় সমিতির কার্যকরী কমিটিতে থাকা আমি অযৌক্তিক এবং অনুচিত মনে করছি। তাই সহ-সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চাইছি।’’

চলচ্চিত্র বিকাশের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সাইমন উল্লেখ করেন, ‘অবাক হই বারবার এটা ভেবে যে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সব ক্ষেত্রে আমরা স্বনির্ভর হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু চলচ্চিত্র শিল্পে ক্রমাগত পরনির্ভরশীল হচ্ছি।’

বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন সাইমন। 

রাহাত//

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়