ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

পর্দায় হৃতিক-দীপিকা: অগ্রিম ৪ কোটি টাকার টিকিট বিক্রি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ২২ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৫:২৫, ২২ জানুয়ারি ২০২৪
পর্দায় হৃতিক-দীপিকা: অগ্রিম ৪ কোটি টাকার টিকিট বিক্রি

বলিউড অভিনেতা হৃতিক রোশানের পরবর্তী সিনেমা ‘ফাইটার’। অ্যাকশন ঘরানার এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোন। এটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।

এখনো মুক্তির কয়েক দিন বাকি। এরই মধ্যে টিকিট বিক্রির হিড়িক পড়েছে। স্যাকনিল্ক জানিয়েছে, ‘ফাইটার’ সিনেমার প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ৩ কোটি ২ লাখ রুপির (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৯৭ লাখ টাকার বেশি)। এ পর্যন্ত সারা ভারতে ৯২ হাজার ৬২৫টি টিকিট বিক্রি হয়েছ

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ৭ হাজার ৫৩৭টি শো পেয়েছে সিনেমাটি। এটি ২ ডি, ৩ ডি, আইম্যাক্স ৩ ডি এবং ৪ ডি ফরম্যাটে দেখা যাবে। তবে হিন্দি ভার্সনের ৩ ডি ফরম্যাটে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে।

আরো পড়ুন:

বড় বাজেটের এ সিনেমায় আরো অভিনয় করছেন— অনিল কাপুর, করন সিং গ্রোভার, অক্ষয় ওভেরয় প্রমুখ।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়