ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

ফারুকীর সর্বশেষ অবস্থা নিয়ে যা জানালেন আনিসুল হক

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ২৩ জানুয়ারি ২০২৪  
ফারুকীর সর্বশেষ অবস্থা নিয়ে যা জানালেন আনিসুল হক

আনিসুল হক ও ফারুকী। ছবি: ফেসবুক

হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নির্মাতা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেওয়া এক পোস্টে তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা নিশ্চিত করেন বিষয়টি।

এদিকে, মঙ্গলবার (২৩ জানুয়ারি)  নির্মাতার ফারুকীর সর্বশেষ অবস্থা জানিয়েছেন সাহিত্যিক আনিসুল হক। আজ সকালে এক ফেসবুক পোস্টে তিনি জানান, ফারুকীর অবস্থা স্থিতিশীল। আস্তে আস্তে সেরে উঠবেন বলে ডাক্তার আশা করছেন।

আরো পড়ুন:

আনিসুল হকের ফেসবুক পোস্ট

তিনি লিখেছেন, ‘মোস্তফা সরয়ার ফারুকীর অবস্থা স্থিতিশীল। আস্তে আস্তে সেরে উঠবেন বলে ডাক্তার আশা করছেন। ইন্টারভেনশন লাগবে না! দোয়া করবেন। কাল সন্ধ্যায় মাইল্ড স্ট্রোক হলে তিশা তাঁকে হাসপাতালে ভর্তি করান। আইসিইউতে আছেন। ভিজিটর ইজ নট অ্যালাউড।’

পড়ুন: মোস্তফা সরয়ার ফারুকী স্ট্রোক করে হাসপাতালে

/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়