ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফারুকীর সুস্থতায় তারকাদের প্রার্থনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ২৩ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৭:১০, ২৩ জানুয়ারি ২০২৪
ফারুকীর সুস্থতায় তারকাদের প্রার্থনা

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর স্ট্রোক হয়েছে। রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। এখন শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে তিশা বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন করতে হবে না। কিন্তু ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখবেন তারা। এরপর ব্রেইনের একটা সিটি স্ক্যান করা হবে। তবে পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে।’

আরো পড়ুন:

মোস্তফা সরয়ার ফারুকীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর উদ্বিগ্ন পড়েছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা। ফারুকীর সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন শোবিজ অঙ্গনের অনেক তারকা।

যুক্তরাষ্ট্রপ্রবাসী অভিনেতা টনি ডায়েস লিখেছেন, ‘আশা করছি, সবকিছু ঠিক হয়ে যাবে। তার জন্য আমার প্রার্থনা।’ মোশাররফ করিম লিখেছেন, ‘আল্লাহ ভরসা।’ অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আপনার আশু আরোগ্য কামনা করি বড় ভাই মোস্তফা সরওয়ার ফারুকী।’

দোয়া প্রার্থনা করে ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর লিখেছেন, ‘ফারুকী ভাইয়াকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থ করে দিক।’ নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী ভাই, তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। সবার প্রার্থনা আপনার সাথে।’ নির্মাতা আশফাক নিপুণ লিখেছেন, ‘বসের জন্য দোয়া রইল। সে শিগগির আসবে ইনশাআল্লাহ।’

সংগীতশিল্পী এলিটা করিম লিখেছেন, ‘ফারুকী ভাইয়ের জন্য অনেক দোয়া। খুব শিগগির সুস্থ হয়ে উঠবেন।’ কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া লিখেছেন, ‘ফারুকী ভাইয়ের জন্য দোয়া।’ তা ছাড়াও অভিনেত্রী শাহনাজ খুশি, মিলন ভট্টাচার্য, নির্মাতা সকাল আহমেদ, আদনান আল রাজীবসহ অনেক তারকা ফারুকীর সুস্থতা কামনা করেছেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়