৫১ বছর বয়সী রুদ্রনীল কি বিয়েটা করেই ফেলবেন?
ভারতীয় বাংলা সিনেমার দাপুটে অভিনেতা রুদ্রনীল ঘোষ। অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। কুড়িয়েছেন যশ-খ্যাতি। কিন্তু মেঘে মেঘে বেলা অনেক গড়িয়েছে। তার বয়স এখন ৫১ বছর। ঘনিষ্ঠ বন্ধুদের অনেকে বিয়ের পিঁড়িতে বসলেও এখনো অবিবাহিত রুদ্রনীল।
রুদ্রর বন্ধু পরমব্রত চ্যাটার্জি, সৃজিত মুখার্জি, রাজ চক্রবর্তীও বিয়ে করে সংসারে থিতু হয়েছেন। তবে গত ১০ বছর ধরে বিয়ের কথা ভেবেই যাচ্ছেন রুদ্র। কিন্তু হচ্ছে না। এবার জানালেন, চলতি বছরে বিয়েটা করেই ফেলবেন। ভারতীয় সংবাদমাধ্যম আজতাককে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানান তিনি।
চলতি বছর অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের লোকসভার নির্বাচন। এরপরই বিয়ের পিঁড়িতে বসতে চান রুদ্রনীল ঘোষ। তার ভাষায়— ‘আমি তো বিয়ে করতেই চাই। আমার সবসময়ই মনে হয় বিয়ে করে ফেলা উচিত। এটা আমার দশ বছর ধরেই মনে হচ্ছে। খুব প্রবলভাবে মনে হচ্ছে। লোকসভা ভোটের পর বিয়েটা করে নিলেই ভালো হয়।’
বিয়ের জন্য পাত্রী খোঁজা শুরু করেছেন কিনা? এ বিষয়ে রুদ্রনীল বলেন, ‘আমি বেশ কয়েক বছর ধরে কোনো সম্পর্কে নেই। আমার অনেক বন্ধু আছে, তাদের সঙ্গে আলোচনা করছি। তবে পাত্রী খুঁজে রাখা আছে এমনটা নয়, তবে বিয়ে করতে কোনো আপত্তি নেই, বিষয়টা বেশ মজার। একে-অপরকে সম্মান করতে পারব, যে আমার খারাপ দিকটা আমার কাছে তুলে ধরতে পারবে এমন জীবনসঙ্গীর খোঁজ করছি। আসলে বিয়েটা না আমার কোথাও যেন মনে হয়েছে সম্মানজনক বন্ধুত্ব। যেখানে না বলা অনেক দায়িত্ব, সম্মান আমাদের আজীবন ঘিরে রাখে।’
পাত্রী কি টলিউড ইন্ডাস্ট্রি থেকে খোঁজ করছেন? এ বিষয়ে রুদ্রনীল বলেন, ‘আমার বন্ধুবান্ধব বিভিন্ন সেক্টরে রয়েছে। আমি অপরিচিত কোনো মানুষকে দুম করে বিয়ে করতে পারব না। আমার মনে হয়, যিনি আমাকে বিয়ে করবেন তারও আড়াল থেকে আমাকে চিনে নেওয়া উচিত।’
কেমন পাত্রী চান? এ প্রশ্নের উত্তরে রুদ্রনীল ঘোষ বলেন, ‘আমার পার্টনার যে হবেন তাকে একটু বাস্তব জ্ঞানসম্পন্ন হতে হবে। অন্যের প্রতি যেন সহানুভূতি সম্পন্ন হন এবং সামান্য কিছু রোজগার করেন। তিনি যেন তার পছন্দ-অপছন্দ, অভিরুচি অনুযায়ী আমাকে চিনে-জেনে নেন। আমি যাকে বিয়ে করব তিনি প্রকৃত আমিকে চিনুক। বাহ্যিক গুণগুলোকে নয়, ঘরোয়া আড্ডায়, ঘরোয়া পরিবেশে চেনা-জানার পরই বিয়েটা করা উচিত।’
শুরুতে বিয়ে করার কথা স্বীকার করলেও আলাপচারিতার শেষে ফের কিছুটা ধোঁয়াশা তৈরি করে রুদ্রনীল বলেন, ‘সকলেরই এক প্রশ্ন কবে বিয়ে করছি। এমনকী বাচ্চারাও প্রশ্ন করছে রুদ্র আঙ্কেল কবে বিয়ে করছো? তাই কাকু থেকে দাদু হওয়ার আগেই বিয়েটা ঘটিয়ে ফেলতে হবে। তবে আমার হবু বউ কে সেটা আমি জানি না, ঈশ্বর জানেন।’
ঢাকা/শান্ত