ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ফের পর্দায় আলিয়া-রণবীরের রসায়ন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ২৫ জানুয়ারি ২০২৪  
ফের পর্দায় আলিয়া-রণবীরের রসায়ন

বলিউডের জনপ্রিয় তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। ২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান। তারপর দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন এই যুগল। তাদের প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২২ সালের ১৪ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েন এই দম্পতি। একই বছরের ৬ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া।

আলিয়া-রণবীরের বাস্তব জীবনের রসায়নে মুগ্ধ হয়েছেন তাদের ভক্তরা। ২০২২ সালে এ রসায়ন পর্দায় গড়ায়। তাদের অভিনীত প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’। খানিকটা বিরতি নিয়ে ফের একসঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন তারা।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, সঞ্জয় লীলা বানসালি ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমা নির্মাণ করছেন। এ সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। সিনেমাটিতে তাদের সঙ্গে রয়েছেন ভিকি কৌশল। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের ক্রিসমাসে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

আরো পড়ুন:

২০০৭ সালে সঞ্জয় লীলা বানসালি নির্মাণ করেন ‘সাওয়ারিয়া’ সিনেমা। এ সিনেমায় অভিনয় করেন রণবীর কাপুর। ২০২২ সালে এ নির্মাতা নির্মাণ করেন ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন আলিয়া। ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় দ্বিতীয়বারের মতো সঞ্জয় লীলা বানসালির নির্দেশনায় কাজ করতে যাচ্ছেন আলিয়া-রণবীর।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়