ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ভালোবাসা দিবসে আসছে অপু-জয়

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ২৭ জানুয়ারি ২০২৪  
ভালোবাসা দিবসে আসছে অপু-জয়

আর কয়েকদিন পরই বিশ্ব ভালোবাসা দিবস। বিশেষ এই দিনটিকে সামনে রেখে আগামী ৯ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পাচ্ছে ‘ট্র্যাপ’ নামের সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও জয় চৌধুরী।

দ্বীন ইসলাম পরিচালিত ‘ট্র্যাপ’ সিনেমা সাইন্স ফিকশন ধাঁচের। সিনেমা নিয়ে নায়ক জয় চৌধুরী বলেন, ‘প্রযুক্তির এই যুগে মানুষ কোনো না কোনোভাবে ট্র্যাপে পড়ছে। হ্যাকিংয়ের শিকার হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেকটা সাইন্স ফিকশন ধাঁচের সিনেমা ‘ট্র্যাপ’।

এর আগে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায় জুটি বাঁধেন অপু-জয়। সিনেমাটিতে অপু-জয় ছাড়াও আশিক চৌধুরী-সেতু জুটি অভিনয় করেছেন।

আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ অনেকে।

ঢাকা/রাহাত


সর্বশেষ

পাঠকপ্রিয়