ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

এবার তৌসিফ-পায়েলের হানিমুনের গল্প!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ২৮ জানুয়ারি ২০২৪  
এবার তৌসিফ-পায়েলের হানিমুনের গল্প!

মাস দশেক আগে মুক্তি পায় তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল জুটির বিশেষ নাটক ‘বউ বোঝে না’। সিএমভির ব্যানারে মাসরিকুল আলমের এই নাটক এরই মধ্যে প্রায় দুই কোটি ভিউ হয়েছে।

‘বউ বোঝে না’ নাটকটির চিত্রনাট্য রচনা করেন সোহাইল রহমান। দু’জন মানুষের বিয়ের গল্প আর একটি আজব স্বপ্ন নাটকটির গল্পে দেখানো হয়েছে। দশ মাসের মাথায় ফের একই টিম হাজির হচ্ছে তাদের নতুন গল্প নিয়ে। ‘বউ বোঝে না-টু’ শিরোনামের এই নাটকে দেখা যাবে বিয়ে পরবর্তী হানিমুনের গল্প।

নির্মাতা মাসরিকুল জানান, প্রথম গল্প থেকে দর্শকদের দারুণ সাড়া পাওয়ার পর আবারো তারা একই পাত্র-পাত্রী নিয়ে নির্মাণ করেছেন নতুন গল্প। প্রত্যাশা করছেন, এবারো দর্শকরা মুগ্ধ হবেন নতুন দম্পতির হানিমুন জটিলতা দেখে।   

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী জানান, খুব শিগগির ‘বউ বোঝে না-টু’ সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়