ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড: সেরার পুরস্কার পেলেন আলিয়া-রণবীর
বলিউডের অন্যতম সম্মানজনক অ্যাওয়ার্ড ফিল্মফেয়ার। রোববার (২৮ জানুয়ারি) রাতে গুজরাটের গান্ধিনগরে অনুষ্ঠিত হয় এই অ্যাওয়ার্ডের ৬৯তম আসর।
এবারের আসরে সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রণবীর কাপুর-আলিয়া ভাট দম্পতি। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার জন্য আলিয়া আর ‘অ্যানিমেল’ সিনেমার জন্য সেরার পুরস্কার পেয়েছেন রণবীর কাপুর। ‘টুয়েলভথ ফেল’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমা দুটোর ঘরে উঠেছে সবচেয়ে বেশি পুস্কার।
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে যোগ দিয়েছিলেন বলিউডের একঝাঁক তারকা। করন জোহর সঞ্চালিত এ আসরে পারফর্ম করেন— কারিনা কাপুর খান, কারিশমা কাপুর, বরুণ ধাওয়ান, কার্তিক আরিয়ান প্রমুখ। চলুন জেনে নিই, উল্লেখযোগ্য বিভাগে কারা পেলেন এবারের পুরস্কার—
সেরা সিনেমা: টুয়েলভথ ফেল
সেরা সিনেমা (সমালোচক): জোরাম
সেরা অভিনেতা: রণবীর কাপুর (অ্যানিমেল)
সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা অভিনেতা (সমালোচক): বিক্রান্ত ম্যাসি (টুয়েলভথ ফেল)
সেরা অভিনেত্রী (সমালোচক): রানী মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
সেরা পার্শ্ব অভিনয়শিল্পী (পুরুষ): ভিকি কৌশল (ডাঙ্কি)
সেরা পার্শ্ব অভিনয়শিল্পী (নারী): শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা পরিচালক: বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)
সেরা চিত্রনাট্য: বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)
সেরা নবাগত পরিচালক: তরুণ দুদেজা (ধাক ধাক)
সেরা নবাগত অভিনয়শিল্পী (পুরুষ): আদিত্য রাওয়াল (ফারাজ)
সেরা নবাগত অভিনয়শিল্পী (নারী): আলিজে অগ্নিহোত্রী (ফররে)
সেরা মিউজিক অ্যালবাম: অ্যানিমেল
সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (তেরে ভাস্তে, জারা হটকে জারা বাঁচকে)
সেরা গায়ক: ভূপিন্দর বাব্বল (অর্জন ভাইলি, অ্যানিমেল)
সেরা গায়িকা: শিল্পা রাও (বেশরম রং, পাঠান)
আজীবন সম্মাননা: ডেভিট ধাওয়ান
তথ্যসূত্র: এনডিটিভি
ঢাকা/শান্ত