ঢাকা     রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৭ ১৪৩১

ভক্তদের গালিগালাজ

রূপম বললেন, এসব গালি বাবার কাছ থেকে পেয়েছি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ১ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১২:৪০, ১ ফেব্রুয়ারি ২০২৪
রূপম বললেন, এসব গালি বাবার কাছ থেকে পেয়েছি

কয়েক দিন আগে এক কনসার্টে গিয়ে ভক্তদের গালিগালাজ করেন কলকাতার বাংলা ব্যান্ড ফসিলসের জনপ্রিয় ভোকালিস্ট রূপম ইসলাম। এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তোপের মুখে পড়েন তিনি। অবশেষে বিষয়টি নিয়ে সাফাই গাইলেন রূপম।

পশ্চিমবঙ্গের রানাঘাটে একটি কনসার্টে অংশ নেন রূপম ইসলাম। এ মঞ্চে ভক্তদের গালিগালাজেরে প্রসঙ্গ তুলেন। এ গায়ক বলেন, ‘আমি গালাগালি দেওয়ার পর থেকে ওটাই বিখ্যাত হয়ে গেছে। বাংলায় কিন্তু আরো কুৎসিত কুৎসিত গালাগালি আছে। আমি কিন্তু সেইসব দেই না। আমি এটাই দেই কারণ এটা আমার বাবা দিতেন। এটা পৈত্রিক সূত্রে পেয়েছি। এবার আমি যদি খারাপ হই, আমার বাবা খারাপ। আমার বাবা যদি খারাপ হন, তাহলে আমি যেখান থেকে আসছি সেটা খারাপ। তাহলে পুরোটাই খারাপ।’

রূপমের মতে খারাপ থেকেই রক মিউজিক তৈরি হয়। তা উল্লেখ করে তিনি বলেন, ‘খারাপ থেকেই তো রক মিউজিক তৈরি হয়। সারা বিশ্বে কোন ভগবান রক মিউজিক তৈরি করেছে। আমরা যদি আমাদের সমাজকে মেনে নিতে না পারি, আমাদের সমাজেরই একটা অংশকে বর্জন করতে চাইছি, এটা তো হয় না।’

আরো পড়ুন:

গানের মঞ্চে যখন কথা বলেন, তা স্ক্রিপ্ট দেখে বলেন না রূপম। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাকে কেউ কোনোদিন স্ক্রিপ্ট লিখে দেয়নি। আমার বলা কথা যতটা মানুষের কাজে লাগে, সিনেমার হিরোদের ছাড়া আর কারোটা এত কাজে লাগে? সিনেমার হিরোদের কিন্তু স্ক্রিপ্ট লিখে দেয়। আমি স্টেজে কী বলব তা আগে ঠিক করে যাই না। তাৎক্ষণিক বলি, প্রতিটি শো-তে আলাদা আলাদা কথা বলি। বিশ্বের কোন গায়ক আছে যে, প্রতিদিন এক গান গাইলেও, প্রতিটি কথা আলাদা বলে। এটাই আমি।’

দেবত্বে বিশ্বাসী নন রূপম ইসলাম। তার মতে— ‘আমরা যদি আমাদের মানুষ-সত্তাকে ভালো না বাসি, সবসময় দেবত্ব চাই। আমি দেবত্বে বিশ্বাস করি না। আমি বলি, ভালো হও, খারাপ হও, শয়তান নয়, মানুষ হও। কেউ যদি তোমাকে আঘাত করে ঘুরে দাঁড়াতে হয়। সততার বিলাসিতা আর নয়। কিছু পরিস্থিতিতে উপযুক্ত জবাব দিতে হয়; সেটা সেই ভাষাতেই দেওয়া উচিত।’

উল্লেখ্য, কনসার্ট শেষে মঞ্চ থেকে নামার পর সেলফি তোলার জন্য বিরক্ত করেন ভক্তরা। এ সময় ‘শুয়োরের বাচ্চা’ বলে গালি দেন রূপম।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়