ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

আমি কি বিয়ে করে নেব, প্রশ্ন শ্রদ্ধার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ৬ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৬:৪৫, ৬ ফেব্রুয়ারি ২০২৪
আমি কি বিয়ে করে নেব, প্রশ্ন শ্রদ্ধার

চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। কানে দুল। মুখে হালকা মেকআপ, ঠোঁটে লিপস্টিক। কপালে সাদা রঙের ছোট্ট টিপ। মায়া ভরা চোখ দুটো স্থির। ইনস্টাগ্রামে বেশ কটি ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তার একটি ছবিতে এমন লুকে দেখা যায় তাকে।

শ্রদ্ধা কাপুরকে এ লুকে দেখে প্রশংসা করছেন তার ভক্তরা। তবে সবকিছু ছাপিয়ে ক্যাপশন আলাদাভাবে নজর কেড়েছে। এতে ‘আশিকি টু’খ্যাত অভিনেত্রী লেখেন, ‘আমি দেখতে সুন্দর, আমি কি বিয়ে করে নেব?’

শ্রদ্ধার ছবি দেখে ভক্ত-অনুরাগীরা প্রশংসার পাশাপাশি তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছেন। অনেকেই লেখেছেন, ‘আমাকে বিয়ে করে নাও।’ তবে ভক্তদের এমন প্রস্তাবের কোনো জবাব দেননি শ্রদ্ধা কাপুর। তবে বলিপাড়ায় গুঞ্জন রয়েছে, চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শ্রদ্ধা। যদিও তা স্বীকার করেননি এই অভিনেত্রী।

আরো পড়ুন:

এ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শ্রদ্ধা

শ্রদ্ধা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’। এতে তার বিপরীতে অভিনয় করেন রণবীর কাপুর। গত বছরের ৮ মার্চ মুক্তি পায় এটি। এ সিনেমার চিত্রনাট্যকার রাহুল মোদি। সিনেমাটির কাজ করতে গিয়ে রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেমের সূত্রপাত।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়