ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

৫ তারকার রোমান্টিক প্রেমের প্রস্তাবের গল্প

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ১৪ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১০:৪২, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
৫ তারকার রোমান্টিক প্রেমের প্রস্তাবের গল্প

সিনেমার গল্পের প্রয়োজনে অভিনয়শিল্পীরা নানা ধরনের রোমান্টিক চরিত্রে অভিনয় করে থাকেন। পর্দায় প্রিয় মানুষটিকে নানা ঢংয়ে প্রেমের প্রস্তাব দিতে দেখা যায়। বাস্তব জীবনে অনেক তারকা অভিনয়শিল্পীর প্রেমের গল্প সিনেমার গল্পকেও হার মানায়। বাস্তব জীবনে বলিউডের কয়েকজন তারকা অভিনয়শিল্পীর প্রেমের প্রস্তাব দেওয়ার গল্প নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

প্রথমে প্রত্যাখ্যান, পরে কারিনার সম্মতি
ফ্রান্সের প্যারিস ভ্রমণে গিয়ে প্রথম কারিনা কাপুরকে প্রেমের প্রস্তাব দেন সাইফ আলী খান। কিন্তু ওই সময়ে কাউকে প্রতিশ্রুতি দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না কারিনা। এ বিষয়ে কারিনা কাপুর খান এক সাক্ষাৎকারে বলেন, ‘‘যতটুকু মনে পড়ে, ঘটনাটি একটি বারে ঘটেছিল। কিন্তু আমি ‘না’ বলে দিই। এই ট্রিপে আমরা যখন নটরডেম চার্চে ছিলাম, তখন আমাদের হাতে আরো কিছুদিন সময় ছিল। সুতরাং আমি অনড় ছিলাম এ বিষয়ে আর কোনো কথা বলব না। কারণ আমি আমার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর নিজেই নিজেকে বললাম, আমাকে কিছুটা সময় ভাবতে দাও। এর ঠিক দুই দিন পর আমি ‘হ্যাঁ’ বলে দিই।’’

প্রস্তাব পেয়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন প্রিয়াঙ্কা
কারিনা কাপুর খান ও সাইফ আলী খানের মতোই ভালোবেসে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। কিন্তু প্রিয়াঙ্কাকে প্রস্তাব দেওয়ার আগে বেশ আয়োজন করেছিলেন নিক জোনাস। আংটি কিনতে গিয়ে লন্ডনের একটি জুয়েলারি দোকানের সাটার নামিয়ে দেন, যাতে করে সময় নিয়ে পছন্দসই আংটি কিনতে পারেন। এসময় নিক জোনাসকে সহযোগিতা করেছিলেন তারই ভাই জো। এরপর প্রিয়াঙ্কাকে একটি ক্রিটে নিয়ে যান। প্রিয়াঙ্কা ভেবেছিলেন, হয়তো তার জন্মদিন উদযাপন উপলক্ষে কোনো আয়োজন করেছেন নিক। তারপর মধ্যরাত পর্যন্ত প্রিয়াঙ্কার পায়ের কাছে বসে অপেক্ষা করেন নিক। কারণ তিনি চাচ্ছিলেন, প্রিয়াঙ্কার জন্মদিন ও অ্যাঙ্গেজমেন্ট অ্যানিভার্সারি যেন একই দিন হয়।  

ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নিক জোনাস বলেন, ‘পুনরায় এক হাঁটুমুড়ে বলেছিলাম, তুমি কি আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ করবে এবং আমাকে বিয়ে করবে? আমি মজা করছি না, প্রিয়াঙ্কা ৪৫ সেকেন্ড সময় নেয় (প্রিয়াঙ্কা চোপড়া বলেছিলেন, আমি ওই সময়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম)।’ পরে প্রিয়াঙ্কাকে ধাক্কা দিয়ে আমি বলেছিলাম, তোমার যদি আপত্তি না থাকে, আমি তোমার আঙুলে আংটি পরাতে চাই।’


বন্ধুর জন্য উকালতি করতে গিয়ে সোনমের প্রেমে আনন্দ
ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে আনন্দ আহুজার সঙ্গে সম্পর্কে জড়ানোর গল্প শোনান সোনম। সোনমের স্বামী আনন্দ আহুজা শুরুতে তার বন্ধুর সঙ্গে সোনমের সম্পর্ক তৈরি করে দেওয়ার চেষ্টা করেছিলেন। সোনমের ভাষায়, ‘তা তো হয়নি বরং, আনন্দর সঙ্গে সারা বিকেল কথা বলে কাটাই। আমাদের কয়েক মাস ধরে যোগাযোগ চলছিল। মুঠোফোনে কথা বলতে বলতে প্রেম অনুভব করি।’ ২০১৭ সালে সোনম-আনন্দর সম্পর্কের দেড় বছর পূর্ণ হয়। একই বছরের জুনে সোনমের জন্মদিন ছিল। ওই সময়ে সোনমকে দীর্ঘ একটি প্রেমপত্র লেখে আনন্দ। এ বিষয়ে সোনম কাপুর বলেন, ‘আমি এটি প্রত্যাখ্যান করেছিলাম। কারণ ও হাঁটুমুড়ে চিঠিটি দেয়নি।’ এরপর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যান সোনম-আনন্দ। তা উল্লেখ করে সোনম কাপুর বলেন, ‘আমি খুব উদ্ভট সময় পার করছিলাম। আনন্দ রাস্তার মাঝে হাঁটুমুড়ে বসে আমাকে প্রস্তাব দেয়। কিন্তু ওই সময় তার কাছে কোনো আংটি ছিল না।’

দূর দেশে গিয়ে আলিয়াকে চমকে দেন রণবীর
কেনিয়ার মাসাই মারা সফরে গিয়েছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এ ট্রিপে রণবীর কাপুর বেশ আয়োজন করেই আলিয়া ভাটকে প্রেম নিবেদন করেছিলেন। আর এই গল্প করন জোহরের ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে শোনান আলিয়া ভাট। তার ভাষায়— ‘রণবীর তার পরিকল্পনা অনুযায়ী আমার মনকে নাড়িয়ে দিয়েছিল। কারণ আমি ওই মুহূর্তের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। রণবীর কাউকে কিছুই বলেনি। বরং একটি আংটি বয়ে বেড়াচ্ছিল। হঠাৎ মাসাই মারার চমৎকার একটি জায়গায় প্রস্তাব দিয়ে বসে। বিশেষ মুহূর্তটি ক্যামেরাবন্দি করার জন্য গাইডের সঙ্গে আগেই পরিকল্পনা করে রেখেছিল রণবীর।’

মাঝ সাগরে দীপিকাকে প্রেমের প্রস্তাব
২০১২ সালে প্রেমের সম্পর্কে জড়ান দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ২০১৫ সাল পর্যন্ত প্রেম করেন তারা। অর্থাৎ বিয়ের আগে দীর্ঘ ৩ বছর প্রেম করেছেন এই জুটি। করন জোহর সঞ্চালিত ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে হাজির হয়ে এ বিষয়ে কথা বলেন রণবীর-দীপিকা। রণবীর সিং বলেন, ‘‘২০১২ সালে ‘রাম লীলা’ সিনেমার শুটিংয়ের সময় থেকে আমরা ডেট শুরু করি।’’ দীপিকা বলেন, ‘ওই সময়ে আমরা একসঙ্গে সেটে যেতাম। একসঙ্গে ঘোরাঘুরি করতাম। শট শেষে পাশাপাশি বসতাম। আমরা অবিচ্ছেদ্য হয়ে গিয়েছিলাম। এসব সবাই দেখেছেন, আমাদের ভালোবাসা বাতাসে ভেসে বেড়াত।’

তবে আনন্দময় সম্পর্কের আগে কে কীভাবে প্রস্তাব দিয়েছিলেন? এ প্রশ্নের উত্তর দিয়েছেন রণবীর সিং। মূলত, মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে দীপিকাকে প্রস্তাব দেন রণবীর সিং। তার ভাষায়— ‘আমরা ছুটি কাটানোর সিদ্ধান্ত নিই। কোনো ছুটির দিনে আমি তাকে প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করি। এজন্য আমি একটি আংটি কিনি। এরপর আমরা ছুটি কাটাতে মালদ্বীপে যাই। আর পুরো জার্নিতে আংটিটা খুব গোপনে আমার কাছে রাখি।’

প্রস্তাব দেওয়ার ঘটনা বর্ণনা দিয়ে রণবীর সিং বলেন, ‘‘মালদ্বীপে সৈকতে গিয়ে একটি বোট নিই। ওদেরকে বোটটি মাঝ সাগরে নিয়ে যেতে বলি। আমার পরিকল্পনা, সাগরের মাঝে আমি এবং দীপিকা থাকব। এটি নিখুঁত একটি দৃশ্য হবে। তারপর তারা (বোটের লোকজন) বোটটি রেখে চলে আসে। মাঝ সাগরে আমি আর দীপিকা। আংটি দিয়ে আমি দীপিকাকে প্রস্তাব দিই, সে এটি গ্রহণ করে না বরং আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপর সে আমাকে ‘হ্যাঁ’ বলে। ‘হ্যাঁ’ শোনার পর নিজেকে পৃথিবীর রাজা মনে হয়েছিল।’’
    
তথ্যসূত্র: ভোগ ম্যাগাজিন, টাইমস অব ইন্ডিয়া

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়