ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

জোট বাঁধছেন মিশা-ডিপজল, থাকছে চমক

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৬:২৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
জোট বাঁধছেন মিশা-ডিপজল, থাকছে চমক

চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১৯ এপ্রিল। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীরা প্যানেল গোছাতে কাজ করছেন। 

এ দিকে জোট বেঁধেছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে দুই অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর। আসন্ন নির্বাচনে মিশা সওদাগর সভাপতি প্রার্থী এবং ডিপজল সাধারণ সম্পাদক প্রার্থী হয়ে প্যানেল তৈরি করবেন বলে জানা গেছে। এই প্যানেলে জয় চৌধুরী সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচন করবেন বলে নিশ্চিত করেছেন খল অভিনেতা ডিপজল।

ডিপজল বলেন, আমরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছি। এখনও সবকিছু চূড়ান্ত হয়নি। শিগগিরই প্যানেল গুছিয়ে আমরা সংবাদ সম্মেলনের আয়োজন করব।
শিল্পী সমিতির বর্তমান কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন ডিপজল। এর আগে, তিনি সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে টানা দুইবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন মিশা সওদাগর। গত নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছিলেন। তবে ভোটের মাঠে হেরে যান তিনি।

এদিকে বৃহস্পতিবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন মিশা সওদাগর। ছবিতে দেখা গিয়েছে ডিপজল ও মিশা একে অন্যের হাত ধরে রেখেছেন। ক্যাপশনে লেখা : ‘ভালোবাসায় জাত, কূল, ধর্ম, বর্ণ, ছোট-বড় প্রভেদ নেই। তেমনি আমাদের শিল্পীদের মধ্যেও জাত, কূল, ধর্ম, বর্ণ, ছোট-বড় প্রভেদ নেই। আমরা সবাই শিল্পী। আমাদের দায়িত্ব হচ্ছে এদেশের চলচ্চিত্রকে সমৃদ্ধ করা। আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের যোগ্যতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে চাই। আসুন আমরা সবাই শিল্পী অঙ্গনকে বসন্তময় করে তুলবো।’

অন্যদিকে, বতর্মান সভাপতি ইলিয়াস কাঞ্চন এবার আর নির্বাচন করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। নিপুণ সাধারণ সম্পাদক পদে নির্বাচন করলেও তার প্যানেলে সভাপতি কে হচ্ছেন তা এখনও পরিষ্কার নয়। 
 

রাহাত//

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়