ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

পরকীয়ার অভিযোগে তিক্ততা, ভেঙেই গেল কাঞ্চনের সংসার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১১:২৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
পরকীয়ার অভিযোগে তিক্ততা, ভেঙেই গেল কাঞ্চনের সংসার

শ্রীময়ী, স্ত্রী-সন্তানের সঙ্গে কাঞ্চন (বাঁ থেকে)

দীর্ঘদিন ঝুলে থাকার পর আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়েছে টলিউড অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়ের। গত ১০ জানুয়ারি এ দম্পতির বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর করেন কলকাতার একটি আদালত।

‘কৃষ্ণকলি’খ্যাত ভারতীয় বাংলা টেলিভিশন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন কাঞ্চন মল্লিক— ২০২১ সালে এমন অভিযোগ করে শোরগোর ফেলে দিয়েছিলেন কাঞ্চনের স্ত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে জলঘোলা কম হয়নি, বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। অনেক দিন ধরেই আলাদা থাকছিলেন তারা। সর্বশেষ আইনিভাবে আলাদা হলেন এই তারকা দম্পতি।

ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের সহোদর বোন মাধবীলতার নাতনি পিংকি। বর্তমানে সাবিত্রীর বাড়িতে রয়েছেন তিনি। বিচ্ছেদর তথ্য নিশ্চিত করে সাবিত্রী চট্টোপাধ্যায় টিভি নাইন বাংলাকে বলেন, ‘কাঞ্চন-পিংকির ডিভোর্স হয়েছে। আমার নাতনিটার মন মেজাজ এক্কেবারেই ভালো নেই। আমার বাড়িতেই থাকে পিংকি। ঠিকই হয়েছে পিংকি-কাঞ্চনের ছাড়াছাড়ি হয়েছে।’

৯ বছরের দাম্পত্য জীবনে ওশ নামে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। ছেলের দায়িত্ব পেয়েছেন পিংকি। এ বিষয়ে সাবিত্রী বলেন, ‘পিংকি-কাঞ্চনের পুত্র ওশ আমার বাড়িতেই থাকে। ওশ সারাক্ষণ ওর মায়ের কাছেই থাকে। বাচ্চাটা ভালো আছে। বাবা-মায়ের ডিভোর্স বোঝার মতো বয়স হয়নি ওশের।’

গুঞ্জন উড়ছে, খোরপোশ বাবদ কাঞ্চন ৬০ লাখ রুপি পিংকিকে দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে সাবিত্রী বলেন, ‘পিংকি ডিভোর্সের পর কাঞ্চনের কাছ থেকে টাকা পেয়েছে। আমিই এখন ওদের গার্ডিয়ান।’

শ্রীময়ী চট্টরাজের সঙ্গে কাজের বাইরে অন‌্য কোনো সম্পর্ক নেই বলে দাবি কাঞ্চনের। কিন্তু পরকীয়ার অভিযোগে কাঞ্চন-শ্রীময়ীকে বহুবার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নেটিজেনরা। কটু কথাও শুনেছেন তারা। তবু বারবার একসঙ্গে দেখা গেছে এ জুটিকে। সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে কাঞ্চনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শ্রীময়ী। কয়েক মাস আগে তাদের গোপন বিয়ের গুঞ্জনও উঠেছিল। যদিও তা অস্বীকার করেছেন কাঞ্চন-শ্রীময়ী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়