ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৪ ১৪৩১

মাহির একা একা লাগে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ২৩ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৩:১৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
মাহির একা একা লাগে

স্বামী রকিব সরকারের সঙ্গে থাকছেন না ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। খুব শিগগির আনুষ্ঠানিকভাবে সংসারের ইতি টানবেন তারা। গত ১৬ ফেব্রুয়ারি এক ভিডিও বার্তায় এ খবর জানান মাহি নিজেই।

বর্তমান একমাত্র পুত্র ফারিশের সঙ্গে সময় কাটছে মাহিয়া মাহির। যেকোনো বিচ্ছেদই বেদনার। স্বাভাবিক কারণে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। তার দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসও যেন সেই বার্তাই দিচ্ছে। মাহি এতে লেখেন— ‘একা একা লাগে।’

মাহির এ পোস্টে তার অনুরাগীরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। কেউ কেউ স্বামীর সঙ্গে দূরত্ব কমিয়ে সংসারে ফেরার পরামর্শ দিয়েছেন। কেউ কেউ তাকে আবারো বিয়ে করার কথা বলেছেন। অনেকে তাকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন।

আরো পড়ুন:

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাজনীতিবিদ রকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ফারিশ। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন এই নায়িকা। ২০২১ সালের ২২ মে তাদের ওই বিয়ে ভেঙে যায়।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়