ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

টাক মাথায় হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করালেন বনি কাপুর

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১১:৩৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
টাক মাথায় হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করালেন বনি কাপুর

প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর স্বামী বনি কাপুর তার টাক মাথায় হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছেন। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এ তথ্য বনি কাপুর নিজেই জানান, যা খুব দ্রুত সময়ে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। যদিও পরবর্তীতে ভিডিওটি ডিলিট করে দেন বনি।

এ ভিডিওতে দেখা যায়, হায়দরাবাদে একটি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিকের উদ্বোধন করছেন বনি কাপুর। এসময় তিনি বলেন, ‘আমিও তাদের একজন গ্রাহক। আমার মাথায় চুল গজাবে, চুলে ভরে যাবে, ব্যাপারটা দারুণ না!’

এরপর হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জারির পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করেন এই প্রযোজক। চুল প্রতিস্থাপনের সময় কীভাবে মাথার অন্য অংশের চুল নিয়ে টাক ঢাকা হয়, তা-ও জানান বনি কাপুর। অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত অভিজ্ঞতা খুব ভালো, দেখা যাক আমার মাথায় যে চুল লাগিয়েছে সেটা আমাকে আরো সুন্দর দেখাতে কীভাবে কাজ করে।’

আরো পড়ুন:

গত বছর অভিনয়ে পা রেখেছেন ৬৮ বছর বয়সী বনি কাপুর। লাভ রঞ্জনের ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ সিনেমায় শ্রদ্ধা-রণবীরের সঙ্গে অভিনয় করেন তিনি।

তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়