ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

অপূর্বর ‘ইউএনও স্যার’

প্রকাশিত: ১৭:৪৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৭:৫০, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
অপূর্বর ‘ইউএনও স্যার’

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব নাটকের পাশাপাশি ওয়েব ফিল্মে নিয়মিত কাজ করছেন। সম্প্রতি তিনি ওয়েব ফিল্ম ‘ইউএনও স্যার’র শুটিং সম্পন্ন করেছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। ‘শুধু প্রেমে না, কিছু মানুষ বাঁচে দেশপ্রেমে’— সেই দেশপ্রেমের গল্প নিয়েই সাজানো হয়েছে ওয়েব ফিল্মটির গল্প।

আহসান হাবিবের গল্প ও মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। প্রিমিয়ার শো শেষে অপূর্ব বলেন, ‘অন্যরকম কাজ। সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

নির্মাতা সৈয়দ শাকিল বলেন, ‘একটা ভিন্ন আঙ্গিকের গল্প সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। দীপ্ত প্লে কর্তৃপক্ষ, শিল্পী-কলাকুশলীসহ সবার আন্তরিক প্রচেষ্টা ছিল কাজটা ভালো করার। সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আশা করছি, কাজটা দর্শকদের ভালো লাগবে।’

আরো পড়ুন:

অপূর্ব ছাড়াও অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী, ইন্তেখাব দিনার, জয়রাজ, নরেশ ভুইয়া প্রমুখ।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়