ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

বাগদান সারলেন অভিনেত্রী ভারালক্ষ্মী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ৩ মার্চ ২০২৪  
বাগদান সারলেন অভিনেত্রী ভারালক্ষ্মী

বাগদান সারলেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী ভারালক্ষ্মী শরৎকুমার। তার হবু বরের নাম নিকোলাই সাচদেব।

ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, গত ১ মার্চ মুম্বাইয়ে বাগদান সারেন ভারালক্ষ্মী শরৎকুমার ও নিকোলাই সাচদেব। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ভারালক্ষ্মীর হবু বর মুম্বাইয়ের আর্ট গ্যালারির কর্ণধার। তারা পরস্পরকে ১৪ বছর ধরে চেনেন। চলতি বছরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এই যুগল।

ভারালক্ষ্মী শরৎকুমার তার ইনস্টাগ্রামে বাগদান অনুষ্ঠানে তোলা কিছু ছবি পোস্ট করে বাগদানের খবর জানিয়েছেন। তারপর থেকে শোবিজ অঙ্গনের তারকাদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন। এ তালিকায় রয়েছেন— ঐশ্বরিয়া রাজেশ, সনম শেঠি, অনুরাগ কাশ্যপ প্রমুখ।

আরো পড়ুন:

২০১২ সালে তামিল ভাষার ‘পোডা পোডি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে ভারালক্ষ্মীর। রোমান্টিক ঘরানার এ সিনেমা পরিচালনা করেন বিগনেশ শিবান। এতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়