ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

শাহরুখের পা ছুঁয়ে সালাম করলেন অ্যাটলি, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ১১ মার্চ ২০২৪  
শাহরুখের পা ছুঁয়ে সালাম করলেন অ্যাটলি, ভিডিও ভাইরাল

বলিউড অভিনেতা শাহরুখ খান। তার নতুন সিনেমা ‘জওয়ান’। গত বছরের ৭ সেপ্টেম্বর ভারতের সাড়ে ৫ হাজার ও বিশ্বের অন্যান্য দেশের সাড়ে ৪ হাজার পর্দায় মুক্তি পায় অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি।

‘জওয়ান’ সিনেমার জন্য শাহরুখ খান সেরা অভিনেতা বিভাগে ‘জি-সিনে অ্যাওয়ার্ড-২০২৪’ পেয়েছেন। একই সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার লাভ করেন অ্যাটলি কুমার। গতকাল রাতে মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় এ পুরস্কার প্রদান অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন শাহরুখ-অ্যাটলি। এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে শাহরুখ খানের পা ছুঁয়ে সালাম করেন অ্যাটলি।

এ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, পাশাপাশি সিটে বসা শাহরুখ-অ্যাটলি। সেরা পরিচালকের নাম ঘোষণা করতেই হাততালিতে মুখর হয়ে উঠে হল রুম। এসময় দাঁড়িয়ে যান অ্যাটলি। এরপর শাহরুখের পা ছুঁয়ে সালাম করেন তিনি। শাহরুখ তাকে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরেন।

আরো পড়ুন:

‘জওয়ান’ সিনেমায় বাবা-ছেলে অর্থাৎ আজাদ রাঠোর এবং বিক্রম রাঠোর চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। নয়নতারাকে দেখা গিয়েছে আজাদের স্ত্রী নর্মদা রাই রাঠোরের চরিত্রে। বিক্রমের স্ত্রী ঐশ্বর্য রাঠোরের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটিতে খলনায়ক কালি গায়কোয়াড় চরিত্র রূপায়ন করেছেন বিজয় সেতুপাতি।

এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— প্রিয়ামনি, সানিয়া মালহোত্রা, সঞ্জিতা ভট্টাচার্য, সুনীল গ্রোভার, গিরিজা প্রমুখ। ৩০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছে শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষায় মুক্তি পায় সিনেমাটি। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়