ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

বিয়ে করলেন প্রিয়াঙ্কা-পরিণীতির বোন মীরা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ১৩ মার্চ ২০২৪   আপডেট: ১১:২৫, ১৩ মার্চ ২০২৪
বিয়ে করলেন প্রিয়াঙ্কা-পরিণীতির বোন মীরা

দীর্ঘদিনের প্রেমিক রক্ষিত কেজিরওয়ালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী মীরা চোপড়া। মঙ্গলবার (১২ মার্চ) জয়পুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এদিন বর-কনের পরিবার ছাড়াও তাদের বন্ধুরা উপস্থিত ছিলেন।

প্রিয়াঙ্কা চোপড়ার চাচাতো বোন মীরা চোপড়া তার বিয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তাতে দেখা যায়, টকটকে লাল রঙের ভারী কাজের লেহেঙ্গা পরেছেন মীরা। আর আইভরি রঙের শেরওয়ানিতে সেজেছেন বর রক্ষিত কেজরিওয়াল। তাদের মাথার ওপরে পড়ছে ফুলের পাপড়ি।

আরো পড়ুন:

অন্য দুটি ছবিতে দেখা যায়, মালাবদল করছেন নবদম্পতি। এসব উচ্ছ্বসিত ছবির ক্যাপশনে মীরা লেখেছেন, ‘এখন চিরকালের জন্য সুখ, মারামারি, হাসি-কান্না এবং সারা জীবনের স্মৃতি। সব জনমে তোমার সঙ্গে।’

ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, গত ৯ মার্চ বাবা-মাকে নিয়ে জয়পুরে উড়ে যান মীরা চোপড়া। রাজস্থানের জয়পুরের বুয়েনা ভিস্তা লাক্সারি গার্ডেন স্পা রিসোর্টে বসেছিল বিয়ের আসর। ১১ মার্চ মেহেদি, সংগীত ও ককটেল পার্টি অনুষ্ঠিত হয়। ১২ মার্চ ছিল গায়েহলুদ এবং বিয়ে।

মীরা চোপড়ার বিয়েতে উপস্থিত ছিলেন না প্রিয়াঙ্কা চোপড়া কিংবা পরিণীতি চোপড়া। মীরার শোবিজ অঙ্গনের বেশ কজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন। এ তালিকায় রয়েছেন— সন্দীপ সিং, গৌরব চোপড়া, আনন্দ পণ্ডিত প্রমুখ।

২০০৫ সালে তামিল ভাষার ‘আনবে আরুইরিয়ে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন মীরা চোপড়া। এরপর তেলেগু, কন্নড় ভাষার সিনেমায় অভিনয় করে পরিচিত মুখ হয়ে উঠেন মীরা। ২০১৪ সালে ‘গ্যাং অব গোস্টস’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মীরা। তারপর বেশ কটি হিন্দি সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়