ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

শিল্পী সমিতির নির্বাচন: আহমেদ শরীফ বললেন, খেলা হবে

প্রকাশিত: ১২:১৫, ১৪ মার্চ ২০২৪   আপডেট: ১২:৩৬, ১৪ মার্চ ২০২৪
শিল্পী সমিতির নির্বাচন: আহমেদ শরীফ বললেন, খেলা হবে

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন দাপুটে খল অভিনেতা আহমেদ শরীফ। পরিবারসহ স্থায়ী হয়েছেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি ঢাকায় এসেছেন। ঢাকায় ফিরেই এ অভিনেতা জানালেন, শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন তিনি।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় এফডিসিতে অবস্থিত শিল্পী সমিতির অফিসে কথা হয় আহমেদ শরীফের সঙ্গে। এসময় তিনি বলেন, ‘খেলা হবে। অপেক্ষা করো কিছুদিন পরে বিস্তারিত জানাব।’

শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন আহমেদ শরীফ। তবে কোন প্যানেলে থাকবেন নাকি স্বতন্ত্র তা পরিষ্কার করেননি এই অভিনেতা। শোনা যাচ্ছে, নিপুণের প্যানেলে সভাপতি হচ্ছেন তিনি।

আরো পড়ুন:

আহমেদ শরীফ বলেন, ‘দুই সপ্তাহ দেশে থাকব, তারপর যুক্তরাষ্ট্র গিয়ে আবার দেশে ফিরব। নির্বাচনে থাকব, কারণ এর শিকড় আমাদের গড়া। নির্বাচন করছি তবে কোন প্যানেলে এবং কোন পদে করব সেটা পরে জানাব। তবে নির্বাচনে থাকতেই হবে।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আহমেদ শরীফ। এছাড়াও তিন বার সাধারণ সম্পাদক ও চার বার সভাপতির দায়িত্ব পালন করেছেন এ অভিনেতা। তবে সবর্শেষ শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে কম ভোট পেয়ে হেরে যান।

এদিকে, আসন্ন নির্বাচনে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিদায়ী কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চন। সে কারণে বিপাকে পড়েছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুণ আক্তার। নিজের প্যানেলের সভাপতির খোঁজে মাঠ চষে বেড়াচ্ছেন তিনি।

ঢাকা/রাহাত/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়