অভিনেতা শাশ্বত চ্যাটার্জির মা মারা গেছেন
অভিনেতা শাশ্বত চ্যাটার্জির মা মারা গেছেন। বুধবার (১৩ মার্চ) রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অঞ্জলি চ্যাটার্জি। তার বয়স হয়েছিল ৮২ বছর।
বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন শাশ্বতর মা অঞ্জলি। যার কারণে খাবারও কম খেতে পারতেন। এ তথ্য স্মরণ করে ভারতীয় একটি গণমাধ্যমে শাশ্বত বলেন, ‘গত ৪ মার্চ মাকে হাসপাতালে ভর্তি করিয়েছিলাম। রক্তচাপ কমে গিয়েছিল। শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রাও বেশ কমে গিয়েছিল। তারপর সব শেষ।’
বরেণ্য অভিনেতা শুভেন্দু চ্যাটার্জি-অঞ্জলি চ্যাটার্জি দম্পতির পুত্র শাশ্বত। ২০০৭ সালে বাবা শুভেন্দুকে হারান এই অভিনেতা। এবার মাকে হারিয়ে শাশ্বত ভীষণ ভেঙে পড়েছেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।
ঢাকা/শান্ত