ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

এক সিনেমায় তিন খান!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ১৫ মার্চ ২০২৪  
এক সিনেমায় তিন খান!

বলিউডের বহুল আলোচিত তিন তারকা সালমান, শাহরুখ ও আমির খান। বলিউড ভক্তদের দীর্ঘদিনের প্রত্যাশা তাদের একসঙ্গে একই চলচ্চিত্রে দেখার। যদিও এই চাওয়া নানা কারণে পূরণ হয়নি। এবার এক সিনেমায় একসঙ্গে অভিনয় করার ইচ্ছা পোষণ করলেন আমির খান।

গতকাল ছিল আমির খানের ৫৯তম জন্মদিন। বিশেষ দিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় লাইভে আসেন তিনি। লাইভে এসে দুই খানকে নিয়ে মুখ খুলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। এসময় একসঙ্গে অভিনয়ের বিষয়েও কথা বলেন তিনি।

আমির খান বলেন, ‘এমনকী আমিও মনে করি, আমাদের একসঙ্গে একটি সিনেমা করা উচিত। শাহরুখ খান, সালমান খান ও আমি যখন একত্রিত হই, তখনো আমরা আলোচনা করি আমাদের ক্যারিয়ারে অবশ্যই একসঙ্গে একটি সিনেমায় অভিনয় করা উচিত। আমাদের জন্য এবং দর্শকদের জন্য একসঙ্গে একটি সিনেমা করার সর্বাত্মক চেষ্টা করব। আমরা এমনটা ভেবেছি, দেখা যাক কি হয়! আশা করি, ভালো চিত্রনাট্য পেলে অবশ্যই আমরা কাজটি করব। আমরা তিনজনই একসঙ্গে অভিনয় করতে ভীষণভাবে আগ্রহী।’

আরো পড়ুন:

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ২০২২ সালের শেষ লগ্নে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন। দীর্ঘ ৩৫ বছরের অভিনয় ক্যারিয়ারে আকস্মিকভাবে বিরতি নেওয়ার ঘোষণা দিয়ে চমকে দেন ভক্তদের। এক বছরের বিরতির পর ‘সিতারে জমিন পার’ সিনেমা নিয়ে ফিরছেন আমির খান। তা ছাড়াও আরো কয়েকটি কাজ হাতে নিয়েছেন আমির।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়