ঢাকা     বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৩ ১৪৩১

প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে অপূর্বর জটিলতার অবসান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ১৭ মার্চ ২০২৪   আপডেট: ১৫:৩৫, ১৭ মার্চ ২০২৪
প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে অপূর্বর জটিলতার অবসান

আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিলের সঙ্গে অপূর্ব

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের বিবাদের অবসান ঘটেছে। শনিবার (১৬ মার্চ) রাতে প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) ও অভিনয় শিল্পী সংঘ বাদী-বিবাদীকে নিয়ে বৈঠকে বসে এ সমস্যার সমাধান করেন।

প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) ও অভিনয় শিল্পী সংঘ এ নিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে জিয়াউল ফারুক অপূর্ব এবং প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওসের মধ্যকার সংঘটিত কাজের চুক্তিবিষয়ক যে জটিলতা তৈরি হয়েছিল, তাতে উভয় পক্ষই প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) ও অভিনয় শিল্পী সংঘের কাছে অভিযোগ করে। এরই পরিপ্রেক্ষিতে ১৬ মার্চ ২০২৪ তারিখে দুই পক্ষের উপস্থিতিতে একটি সভা হয়।

আরো পড়ুন:

এ সভায় সবার কাছে এটাই প্রতীয়মান হয় যে চুক্তি মোতাবেক উভয় পক্ষই পরিপূর্ণভাবে কার্য সম্পাদন করেনি। চুক্তি অনুযায়ী জিয়াউল ফারুক অপূর্ব ৯টি নাটকে অভিনয় করেছেন এবং বাকি নাটকগুলো উভয় পক্ষই আর না করার বিষয়ে একমত হয়েছে। সে ক্ষেত্রে অপূর্বকে প্রদান করা বাকি যে নাটক বাবদ অগ্রিম অর্থ, তা উভয় পক্ষ সমন্বয় করে নেবে।  

আরো পড়ুন: অপূর্বর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও চুক্তি ভঙ্গের অভিযোগ

উদ্ভুত ঘটনা কোনোভাবেই অর্থ আত্মসাৎ নয়, এটা চুক্তিবিষয়ক জটিলতা। পুরো বিষয়টি পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়হীনতার কারণে ঘটেছে বলেও এ বিবৃতি জানানো হয়েছে।

এ বৈঠকে উপস্থিত ছিলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল, টেলিপ্যাব সভাপতি মনোয়ার পাঠান, সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান। সভা শেষে এক ফ্রেমে বন্দি হয়েছেন অপূর্ব-শাকিল।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়