ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

সামান্থা পা ছুঁতেই চিৎকার করলেন করন জোহর (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ২০ মার্চ ২০২৪  
সামান্থা পা ছুঁতেই চিৎকার করলেন করন জোহর (ভিডিও)

মঞ্চে দাঁড়িয়ে নির্মাতা সঞ্চালক করন জোহর। কিছুক্ষণ পর মঞ্চে উঠেন অভিনেতা বরুণ ধাওয়ান। উঠেই করনের পা ছুঁয়ে সালাম করেন। এর কয়েক সেকেন্ড পর মঞ্চে পা রাখেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বরুণের মতো সামান্থাও পা ছুঁয়ে সালাম করতেই ‘নো নো’ বলে চিৎকার করে উঠেন করন জোহর।

এরপর করন জোহর মজার ছলে বলেন, ‘আমি এতটা বয়স্ক চাই না প্লিজ। আমি মিডলাইফ ক্রাইসিস নিয়ে এখনো লড়াই করছি। আমি চাই না তুমি আমাকে আমার জায়গায় বসিয়ে দাও।’ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়।

ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, গতকাল মুম্বাইয়ে ‘সিটাডেল: হানি বানি’ সিরিজের ফার্স্ট লুক প্রকাশ করা হয়। এ অনুষ্ঠান সঞ্চালনা করেন করন জোহর। এ মঞ্চেই ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত মার্কিন সিরিজের হিন্দি রিমেক ‘সিটাডেল: হানি বানি’। নতুন সিজনে সামান্থার সঙ্গে অভিনয় করছেন বরুণ ধাওয়ান। অ্যামাজনে মুক্তি পাবে সিরিজটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়