ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

‘ইন্ডাস্ট্রিতে টাইগার আমার নতুন বন্ধু, সে সঠিক সময়ে ঘুমাতে যায়’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ২৬ মার্চ ২০২৪  
‘ইন্ডাস্ট্রিতে টাইগার আমার নতুন বন্ধু, সে সঠিক সময়ে ঘুমাতে যায়’

বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। তার পরবর্তী সিনেমা ‘বড় মিয়া ছোট মিয়া’। আলী আব্বাস জাফর পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন টাইগার শ্রফ। আজ মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার।

ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে সিনেমাটি নিয়ে কথা বলেন অক্ষয় কুমার। অভিজ্ঞতা জানিয়ে এই নায়ক বলেন, ‘‘এটি এমন একটি সিনেমা, যা তৈরি করতে অনেক রক্ত ও ঘাম ঝরেছে। অবশ্যই প্রযোজকের অর্থ খরচ হয়েছে। ‘বড় মিয়া ছোট মিয়া’ আমার ক্যারিয়ারের এমন একটি সিনেমা, যা নিয়ে আমি গর্ব বোধ করি। আলী আব্বাস জাফরের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত।’’

‘বড় মিয়া ছোট মিয়া’ সিনেমায় কাজ করতে গিয়ে নতুন বন্ধু পেয়েছেন অক্ষয়। তা জানিয়ে তিনি বলেন, ‘এই সিনেমাটির বদৌলতে ইন্ডাস্ট্রিতে আমি একজন বন্ধু পেয়েছি, সে হলো টাইগার শ্রফ। সে আমার মতো, সঠিক সময়ে ঘুমাতে যায় এবং সঠিক সময়ে ঘুম থেকে উঠে।’

আরো পড়ুন:

অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমায় আরো অভিনয় করেছেন— পৃথ্বীরাজ সুকুমারন, সোনাক্ষী সিনহা, মানসী চিল্লার, মনীষ চৌধুরানী প্রমুখ। রাকুল প্রীত সিংয়ের বর জ্যাকি প্রযোজিত এ সিনেমা আগামী ১০ এপ্রিল মুক্তি পাবে।

তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়