ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

ঘুমাতে গিয়ে অনেক রাতে কেঁদেছি: কারিনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ২৭ মার্চ ২০২৪  
ঘুমাতে গিয়ে অনেক রাতে কেঁদেছি: কারিনা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এরপর ‘কাভি খুশি কাভি গাম’, ‘থ্রি ইডিয়টস’, ‘বোম্বে টকিজ’, ‘বডিগার্ড’, ‘রা. ওয়ান’সহ অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

প্রায় ২৫ বছরের অভিনয় ক্যারিয়ারে ব্যর্থ সিনেমাও উপহার দিয়েছেন কারিনা কাপুর খান। তাও পরপর মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। ‘জাব উই মেট’ সিনেমা মুক্তির পর ব্যর্থতার তকমা ঘুচে কারিনার। কিন্তু ব্যর্থ সময় কীভাবে নিজেকে সামলেছেন কারিনা?

সম্প্রতি পডকাস্ট ‘দ্য রণবীর শো’-তে সাক্ষাৎকার দেন কারিনা কাপুর খান। সেই সময়ের কথা স্মরণ করে এই অভিনেত্রী বলেন, ‘আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। আমার সিনেমা কেন বক্স অফিসে চলছে না? কী হয়েছে? এসব ভেবে, ঘুমাতে গিয়ে অনেক রাতে কেঁদেছি।’

আরো পড়ুন:

ব্যর্থতার কারণ ব্যাখ্যা করে কারিনা কাপুর খান বলেন, ‘আমি সব সিনেমায়ই কাজ করছিলাম। সত্যি এ বিষয়ে আমি ভাবিনি। বক্স অফিসেও সিনেমা কাজ করছিল না। কিন্তু বক্স অফিসে সিনেমার সফলতা খুবই গুরুত্বপূর্ণ।’

অভিনয় একটি স্বার্থপর পেশা। তা উল্লেখ করে কারিনা কাপুর খান বলেন, ‘আপনি যদি ১০২ ডিগ্রি জ্বরে মারাও যেতে থাকেন, তাতে কেউ আপনার পাশে থাকবে না, কেউ আপনাকে নিয়ে ভাববেও না। যদি আপনার শট থাকে, তবে আপনাকে শর্ট দিতেই হবে। আপনার কি অনুভূতি হচ্ছে, তা কেউ বুঝবে না। অসুস্থতার জন্য এই পেশায় কোনো ছুটি নেই। আবেগ অনুভব করার জন্য কোনো ঘর নেই। বরং আপনাকে নিশ্চিত করতে হবে, আপনি একজন নিখুঁত তারকা।’

কারিনা কাপুর খানের পরবর্তী সিনেমা ‘ক্রু’। রাজেশ কৃষ্ণা পরিচালিত এ সিনেমা আগামী ২৯ মার্চ মুক্তি পাবে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— টাবু, কৃতি স্যানন, দিলজিৎ দোসাঞ্জে, কপিল শর্মা প্রমুখ।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়