ঢাকা     বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৪ ১৪৩১

প্রকাশ্যে রাজ-বুবলীর ‘বেঁচে যাওয়া ভালোবাসা’ (ভিডিও)

প্রকাশিত: ১৮:৫৪, ৩১ মার্চ ২০২৪   আপডেট: ২১:৩৪, ৩১ মার্চ ২০২৪
প্রকাশ্যে রাজ-বুবলীর ‘বেঁচে যাওয়া ভালোবাসা’ (ভিডিও)

আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘দেয়ালের দেশ’ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন শরিফুল রাজ ও শবনম বুবলী। মুক্তিকে সামনে রেখে নানাভাবে প্রচারের কাজ করছেন নির্মাতারা। এবার মুক্তি পেলো সিনেমাটির গান।

‘বেঁচে যাওয়া ভালোবাসা’ শিরোনামের এ গানের কথা লেখেছেন রোহিত সাধু খাঁন। সুর-সংগীত সাজিয়েছেন ইমন চৌধুরী। ‘বেঁচে যাওয়া ভালোবাসা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহতিম শাকিব ও অবন্তী সিঁথি। গানটিতে রাজ-বুবলীর প্রেমের রসায়ণ ফুটে উঠেছে।

এ গানের ভিডিওতে রাজ-বুবলী কখনো পাবলিক বাসে, কখনো রাস্তায় দাঁড়িয়ে, কখনো আবার নদীর ধারে প্রেমের গল্প রচনা করতে দেখা যায়। কিন্তু সেই প্রেমে বড় ধাক্কা হয়ে আসে বুবলীর অসুস্থতা এবং মৃত্যু! যার রহস্য লুকিয়ে আছে ‘দেয়ালের দেশ’ সিনেমায়। ঈদে মুক্তিপ্রাপ্ত অধিকাংশ সিনেমার টিজার, গান প্রকাশ্যে এলেও সমালোচকদের মতামত, এগিয়ে আছে ‘দেয়ালের দেশ’ সিনেমা।

আরো পড়ুন:

মিশুক মনির পরিচালিত এ সিনেমা সরকারি অনুদানে নির্মিত হয়েছে। এ সিনেমায় রাজ-বুবলী ছাড়া রয়েছেন— আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতা প্রমুখ।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়