ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ঈদের দিন টেলিভিশনে ‘হাওয়া’ ‘পোড়ামন-২’

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ১০ এপ্রিল ২০২৪   আপডেট: ১৯:০৮, ১০ এপ্রিল ২০২৪
ঈদের দিন টেলিভিশনে ‘হাওয়া’ ‘পোড়ামন-২’

‘হাওয়া’ সিনেমার একটি দৃশ্যে চঞ্চল চৌধুরী

প্রতি ঈদে টেলিভিশন চ্যানেলগুলো দর্শককে বাড়তি বিনোদন দিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এই আয়োজন আরো জমজমাট হয়ে ওঠে পূর্ণদৈর্ঘ্য সিনেমা প্রচারের কারণে। কেননা টিভি চ্যানেলগুলো ঈদে সাধারণত জনপ্রিয় সিনেমাগুলোই দেখিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। 

বরাবরের মতো এবারও ঈদের দিন টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার করা হবে বেশ কিছু পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এই তালিকায় স্বাভাবিকভাবেই এগিয়ে রয়েছে জনপ্রিয় সিনেমা ‘হাওয়া’। সিনেমাটি মাছরাঙা টিভিতে দুপুর ২টা ৩০মিনিটে প্রচার করা হবে। মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি প্রমুখ।

এনটিভিতে প্রচার হবে আরেকটি আলোচিত সিনেমা ‘পোড়ামন-২’। সিনেমাটি ঈদের দিন ১০টা ০৫ মিনিটে প্রচার হবে। রায়হান রাফি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরী, বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু প্রমুখ। 

ঈদের দিন চ্যানেল আইয়ে প্রচার হবে ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। মাসুদ পথিকের পরিচালনায় নির্মিত সিনেমাটি ঈদের দিন বেলা ১টা ১৫ মিনিটে প্রচার হবে। অভিনয়ে মামুনুর রশীদ, শিমলা, জুয়েল জহুর প্রমুখ।

এ ছাড়া দীপ্ত টিভিতে ঈদের দিন বেলা ১টায় প্রচার হবে ‘নোলক’। সাকিব সনেট পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, ববি, মৌসুমী, ওমর সানী।

এটিএন বাংলায় ঈদের দিন বেলা ৩টায় প্রচারিত হবে ‘দিন দ্য ডে’। মর্তুজা আতশ জমজম পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন অনন্ত জলিল, বর্ষা প্রমুখ।

বৈশাখী টিভিতে প্রচার হবে ‘মনে প্রাণে আছ তুমি’। ঈদের দিন বেলা ২টা ৩০ মিনিটে জাকির হোসেন রাজু পরিচালিত এবং  শাকিব খান, অপু বিশ্বাস, ডন, মিশা অভিনীত সিনেমাটি দেখা যাবে। 

বিটিভি ‘বাজাও বিয়ের বাজনা’ দেখা যাবে ঈদের দিন দুপুর ২টা ৩০মিনিটে। মোহাম্মদ হোসেন জেমী পরিচালিত এ সিনেমায়  অভিনয় করেছেন রিয়াজ আহমেদ ও অপু বিশ্বাস।

আরটিভিতে প্রচার হবে ‘ঢাকার কিং’। ঈদের দিন সকাল ১০টা ১০মিনিটে সাফি উদ্দিন সাফি পরিচালিত, শাকিব খান, অপু বিশ্বাস অভিনীত সিনেমাটি প্রচার করা হবে।

রাহাত//


সর্বশেষ

পাঠকপ্রিয়