ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

মায়ের ইচ্ছেতে ঈদের ছুটিতে সিঙ্গাপুরে মিম

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ১১ এপ্রিল ২০২৪   আপডেট: ১১:৩৯, ১১ এপ্রিল ২০২৪
মায়ের ইচ্ছেতে ঈদের ছুটিতে সিঙ্গাপুরে মিম

ঈদ মানে আনন্দ। সাধারণ মানুষ তো বটেই, ঈদের এই আনন্দ বয়ে যায় তারকাদের মনেও। এ উপলক্ষ্যে তাদেরও থাকে নিজস্ব পরিকল্পনা। শত ব্যস্ততার মধ্যেও তারা এ সময় পরিবারের সঙ্গে কাটান। দেখা হয় আত্মীয়, বন্ধুদের সঙ্গে। ঘরোয়া হাসি-আড্ডায় কাটে ঈদের সময়টুকু। অনেকে আবার অবকাশ যাপনে পাড়ি জমান দূর দেশে। 

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ঈদ করবেন সিঙ্গাপুরে। এ প্রসঙ্গে তিনি বলেন, ভ্রমণ করতে আমার সবসময়ই ভালো লাগে। সুযোগ পেলেই পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরতে বের হয়ে যাই। পরিবারের সঙ্গে ঘুরতে বেশি ভালো লাগে। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না। প্রথমবারের মতো এবার আমরা পরিবারসহ সিঙ্গাপুরে ঈদ করতে যাচ্ছি।

আমার পরিবারের মোট ১১ জন সদস্য এবার সঙ্গে যাচ্ছে। ছুটির সময়টা পরিবারের সঙ্গে একান্তে কাটানোর জন্যই এমন সিদ্ধান্ত।

মায়ের ইচ্ছেতেই সিঙ্গপুরে যাচ্ছেন মিম। মিম বলেন, আম্মুর ইচ্ছেতেই সিঙ্গপুরে যাওয়া। কারণ আমার মা-বাবাই আমার পৃথিবী। তাদের ইচ্ছেপূরণে আমি সর্বোচ্চ করার চেষ্টা করি। তাই তারা যখন যেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন, আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি। সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন সফরটি যেন আনন্দময় ও নিরাপদ হয়।

রাহাত//


সর্বশেষ

পাঠকপ্রিয়