কেমন হলো নুসরাতে ঈদ উদযাপন
|| রাইজিংবিডি.কম
নুসরাত জাহান
ঈদের আমেজে আছেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। হাতে মেহেদি রাঙিয়ে সেই ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন ইনস্টাগ্রামে। পরিবারের সদস্যদের সঙ্গে কীভাবে আনন্দ ভাগাভাগি করলেন তাও জানিয়েছেন এই অভিনেত্রী।
স্থানীয় এক গণমাধ্যমকে নুসরাত জানিয়েছেন, পরিবারের সসদ্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে-নিজ হাতে অনেক পদের খাবার রান্না করেছেন। বিরিয়ানি, সেমাই, ফিরনি, কাবাব সবই রান্না করেছেন তিনি। আশা করছেন যশ এসব খাবার খুব পছন্দ করবে। এদিকে ছেলেকে নিয়ে ভালোই চলছে যশ-নুসরাত তারকা দম্পতির সংসার।
তবে ঈদের দিন বাবা-মাকে কাছে পাচ্ছেন না তিনি। তার কারণ বাবা-মা মক্কায় গেছেন। তবে তাদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিয়ম করেছেন নুসরাত।
নুসরাতকে সর্বশেষ ‘সেন্টিমেন্টাল’ সিনেমাতে দেখা গেছে। নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কিনা-সেই বিষয়ে কোনো কিছু বলেননি তিনি।
/লিপি