ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ঈদের দ্বিতীয় দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬, ১২ এপ্রিল ২০২৪   আপডেট: ০৯:০১, ১২ এপ্রিল ২০২৪
ঈদের দ্বিতীয় দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম

হোমমেট নাটকের দৃশ্য

বরাবরের মতো এবারো টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালা। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম নয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের দ্বিতীয় দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচার হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

এনটিভি
সকাল ৯টায় প্রচার হবে একক নাটক: লাস্ট নাইট। রচনা ও পরিচালনা: রাকেশ বসু। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, তানজিম সাইয়ারা তটিনী প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: আমরা হতাশ। রচনা: আল আমিন স্বপন। পরিচালনা: তাইফুর জাহান আশিক। অভিনয়ে: মোশাররফ করিম, জুঁই করিম, আলিফ চৌধুরী, নিলা ইসলাম, মাহবুবুর রহমান, কাকা মাসুদ, আদৃতা প্রমুখ। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: প্রবাসী পরিবার। রচনা ও পরিচালনা: মারুফ রেহমান। অভিনয়ে: প্রাণ রায়, মায়মুনা মম, সেমন্তি সৌমী, মিলন ভট্টাচার্য্য, জৌপারী লুসাই, মীম চৌধুরী, স্বর্ণলতা, আসিফ নূর, মারুফ মিঠু, টুটুল চৌধুরী প্রমুখ। রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক: জাদুর শহর। রচনা: নাহিদ হাসনাত। পরিচালনা: তুহিন হোসেন। অভিনয়ে: ফারহান আহমেদ জোভান, সাফা কবির, হিন্দোল রায়, বাঁধন খান প্রমুখ। রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক: উভয় সংকট। রচনা: আফিফা মহসিনা অরণি। পরিচালনা: মেহেদী হাসান হৃদয়। অভিনয়ে: মুশফিক আর ফারহান, কেয়া পায়েল, রিফাত চৌধুরী, শিরিন আলম প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: সম্ভবত প্রেম। গল্প: ইয়াশ রোহান। চিত্রনাট্য ও পরিচালনা: পথিক সাধন। অভিনয়ে: ইয়াশ রোহান, তটিনি, শিল্পী সরকার অপু, আল মামুন, মিলি বাশার প্রমুখ।

মাছরাঙা
বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: বাজিকর। অভিনয়ে: আরশ খান, মিম মান্তাসা প্রমুখ। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ঢংঙি। অভিনয়ে: চমক, সেমন্তী সৌমি, সামিরা মাহি। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: হোমমেট। রচনা: মোসাব্বের হোসেন মুয়ীদ। পরিচালনা: মাবরুর রশিদ বান্নাহ। অভিনয়ে: তৌসিফ, তাসনিয়া ফারিণ প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ইতি তোমার আমি। রচনা: বৃন্দাবন দাস। পরিচালনা: এজাজ মুন্না। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, শাহনাজ খুশি, দিব্যজ্যোতি, লাবন্য প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক: অভিশাপ। অভিনয়ে: তৌসিফ, ইয়াশ, আইশা খান প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: প্রেমিক প্রেমিকা। রচনা ও পরিচালনা: প্রীতি দত্ত। অভিনয়ে: ইয়াশ রোহান, তাসুনভা তিশা প্রমুখ।

চ্যানেল আই
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: সেরা রূপসী। রচনা: মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনা: অনন্য ইমন। অভিনয়ে: শ্বাশ্বত, রিয়ামনি, শম্পা রেজা প্রমুখ।

এটিএন বাংলা
সকাল ৯টায় প্রচার হবে একক নাটক: যে জীবন তোমার আমার। পরিচালনা: শাহ মুহাম্মাদ রাকিব। অভিনয়ে: মুশফিক ফারহান, সামিরা খান মাহি, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: আলাল ও দুলাল। পরিচালনা: সহিদ উন নবী। অভিনয়ে: শামীম সরকার, চাষী আলম, শখ, সামান্তা পারভেজ, জাভেদ গাজী প্রমুখ। রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: মধ্যবিত্তের সংসার। পরিচালনা: মাহমুদুর রহমান রানা। অভিনয়ে: মুশফিক ফারহান, তানজিন তিশা প্রমুখ। রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার একক নাটক: আমি নার্ভাস। পরিচালনা: তাইফুর জাহান আশিক। অভিনয়ে: মোশাররফ করিম, তানহা তাসনিয়া প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: ফরেন লাভার। পরিচালনা: তাইফুর জাহান আশিক। অভিনয়ে: মোশাররফ করিম, তানহা তাসনিয়া প্রমুখ।

দীপ্ত টিভি
সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক: অন্ধকার শহর। পরিচালনা: গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে: মোশাররফ করিম, নিশাত প্রিয়ম, মাহমুদুল ইসলাম মিঠু, করভী মিজান, মনিরা মিঠু, শরাফ আহমেদ জীবন প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: বিদায় বসন্তে মধ্যাহ্ন রোদ। পরিচালনা: রহমান মোস্তাফিজ পাভেল। অভিনয়ে: তৌসিফ, ইন্তেখাব দিনার, শহীদুল আলম সাচ্চু প্রমুখ। রাত ৯টায় প্রচার হবে তুর্কি ধারাবাহিক: তুমি আছো সবখানে। রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: বালকদলের কাণ্ড। পরিচালনা: তুহিন হোসেন। অভিনয়ে: জোভান, নাবিলা ইসলাম, নাজিয়া হক অর্ষা প্রমুখ। রাত ১০টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: মালেকের স্বপ্ন। পরিচালনা: মো. তৌফিকুল ইসলাম। অভিনয়ে: নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: নিখোঁজ। পরিচালনা: শাদাত রাসেল। অভিনয়ে: মুশফিক ফারহান, সামিরা খান মাহি, মামুনুর রশীদ প্রমুখ।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়