ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

লন্ডন যাচ্ছেন জায়েদ খান

প্রকাশিত: ১৫:৪৯, ২৩ এপ্রিল ২০২৪  
লন্ডন যাচ্ছেন জায়েদ খান

এক সময় চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে ব্যাস্ত সময় পার করেছেন চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে তার ব্যস্ততা দেশে-বিদেশে বিভিন্ন শো আর শো-রুম ওপেনিং নিয়ে। সর্বোপরি কাজ নিয়েই তার যত ব্যস্ততা। গত ঈদুল ফিতরে তার ‘বিড়ি’ গানটি ব্যাপক আলোচিত হয়। এবার আমন্ত্রণ পেয়েছেন যুক্তরাজ্যের লন্ডনের একটি শো-তে।

আগামী ২৬-২৭ মে লন্ডনে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন’ অনুষ্ঠিত হবে। এতে জায়েদ খান পারফর্ম করবেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন জায়েদ খান নিজেই।

জায়েদ খান বলেন, লন্ডনে শোয়ের প্রস্তুতি আগেই নিয়েছি৷ অনেক দিন আগে শোটি চূড়ান্ত করা হয়। এছাড়া মেলবোর্ন, কানাডা, অস্ট্রেলিয়ায় শো কনফার্ম করা হয়েছে। আগামী কয়েক মাসে পর্যায়ক্রমে শোগুলো করব ইনশাআল্লাহ। দেশে ফিরে আবার সিনেমা ও শোয়ের কাজ করব।

আরো পড়ুন:

‘বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন’-এ জায়েদ খান ছাড়াও পারফর্ম করবেন নগর বাউল জেমস, নুসরাত ফারিয়া, প্রীতম, তৌহিদ আফ্রিদিসহ একঝাঁক তারকা।

জায়েদ খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সোনার চর’। গত ঈদে মুক্তি পায় এটি৷ এখনো সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়