ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

ডিম্বাণু সংরক্ষণের কথা ভাবছেন ম্রুণাল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ২৬ এপ্রিল ২০২৪   আপডেট: ১০:৫৭, ২৬ এপ্রিল ২০২৪
ডিম্বাণু সংরক্ষণের কথা ভাবছেন ম্রুণাল

বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ব্যক্তিগত জীবনে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। যদিও ২০২২ সালে ভেঙে যায় সেই সম্পর্ক। এরপর আর সম্পর্কে জড়াননি ৩১ বছর বয়সি এই অভিনেত্রী।

প্রেম-বিয়ে দুটো থেকেই দূরে রয়েছেন ম্রুণাল ঠাকুর। তবে ডিম্বাণু সংরক্ষণের কথা ভাবছেন এই অভিনেত্রী। হিউম্যানস অব বম্বেকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

ম্রুণাল ঠাকুর বলেন, ‘রিলেশনশীপ, আমি জানি এটা কঠিন বিষয়। যার কারণে আপনার সঠিক একজন পার্টনার প্রয়োজন, যে আপনার কাজের ধরণ বুঝতে পারবে। আর হ্যাঁ, ডিম্বাণু সংরক্ষণের বিষয়টি নিয়েও ভাবছি।’

আরো পড়ুন:

ম্রুণাল ঠাকুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ফ্যামিলি স্টার’। এতে তার বিপরীতে অভিনয় করেন বিজয় দেবরকোন্ডা। পরশুরাম পেটলা পরিচালিত সিনেমাটি গত ৫ এপ্রিল মুক্তি পায়। এটি ম্রুণাল ঠাকুরের তৃতীয় তেলেগু সিনেমা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়